Wednesday, August 27, 2025

ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে অনন্য নজিরের সামনে দাঁড়িয়ে অশ্বিন, নিজের রেকর্ড নিয়ে কী বললেন তিনি?

Date:

৭ মার্চ থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট। ইতিমধ্যেই এক ম্যাচ বাকি থাকতে ইংরেজদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ জয় করেছে টিম ইন্ডিয়া। শেষ ম্যাচ কার্যত নিয়মরক্ষার। তবে এই ম্যাচে অনন্য নজিরের সামনে দাঁড়িয়ে টিম ইন্ডিয়ার তারকা বোলার রবিচন্দ্রন অশ্বিন। ধর্মশালায় নিজের শততম টেস্ট ম্যাচের সামনে দাঁড়িয়ে তিনি। ভারতের তৃতীয় স্পিনার হিসাবে এই নজির গড়বেন অশ্বিন। এই ম্যাচের নামার আগে আবেগে ভাসলেন তিনি।

এই নিয়ে অশ্বিন বলেন, “ আমার কাছে ১০০তম ম্যাচ খুবই গুরুত্বুপূর্ণ। কিন্তু আমার থেকেও আমার বাবা, মা, স্ত্রী ও সন্তানদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। আমার থেকে বেশি উৎসাহী আমার সন্তানেরা। কারণ, আমার সাফল্যের জন্য ওরাও অনেক ত্যাগ করেছে। নইলে আজকের জায়গায় আমি আসতে পারতাম না। আমার বাবা আজও রোজ ৫০টা ফোন ধরে। ছেলেকে নিয়ে কথা বলে। তাই ওদের কথা আরও বেশি মনে পড়ছে।”

নিজের ক্রিকেট কেরিয়ার নিয়ে অশ্বিন বলেন, “ ক্রিকেট এমন একটা খেলা যেখানে নিজে থেকে অনেক কিছু শেখা যায়। নিজের সমালোচনা করতে হয়। কোথায় ভুল হচ্ছে সেটা দেখে শুধরে নিতে হয়। কারণ, ভারতে প্রচুর সমালোচক। পান থেকে চুন খসলে হবে না। কিন্তু তার মধ্যে অনেকে ঠিকও বলেন। আমি তাই সবটা শোনার চেষ্টা করি।আমার সব থেকে কষ্ট যে, উইকেট নেওয়ার পরে সে ভাবে উল্লাস করতে পারি না। অন্যরা যেভাবে সাফল্য পালন করে সেটা আমি পারি না। কারণ, আমি সারাক্ষণ খেলা নিয়ে ভাবি। বিপক্ষের সেরা ব্যাটারকে কীভাবে আউট করব সেটা মাথায় ঘোরে। খেলা শেষের পরেও পরের দিনের পরিকল্পনা করতে থাকি। সব সময় খেলার মধ্যে থাকায় অন্য কিছু আমার মাথায় ঢোকে না।”

আরও পড়ুন- সামনেই শুরু ২০২৪ আইপিএল, তার আগে IPL-এ নিজের অভিজ্ঞতা জানালেন মাহি

Related articles

গুরুবারে TMCP-র প্রতিষ্ঠাদিবসে মেগা ছাত্র সমাবেশ, নির্দেশিকা দেবেন মমতা, বলবেন অভিষেকও

গুরুবারে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস। মেগা ছাত্র সমাবেশ মেয়ো রোডে। ২৮ অগাস্টকে কেন্দ্র করে ইতিমধ্যেই শহরে...

তিনিই নিয়োগ করেছিলেন, এবার গৌড়বঙ্গের উপাচার্যকে সরালেন রাজ্যপালই

রাজ্যের তালিকা অগ্রাহ্য করে বাংলার বিশ্ববিদ্যালয়গুলির উপর কার্যত এক নায়কতন্ত্র চালানোয় অভিযুক্ত রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C...

ভারতে বসছে দাবা বিশ্বকাপের আসর, কী বললেন প্রধানমন্ত্রী মোদি?

চলতি বছরে ভারতে বসছে দাবা বিশ্বকাপের আসর। ২০০২ সালের পর আবারও দাবা বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ভারত। ২৩...

একসঙ্গে গণেশ পুজোয়! সুনিতা বললেন ‘আমার গোবিন্দা শুধুই আমার’

বিচ্ছেদের যাবতীয় গুঞ্জন উড়িয়ে এক সঙ্গে গোবিন্দা-সুনিতা (Govinda-Sunita)। বুধবার বাড়ির গণেশ পুজোয় (Ganesh festival) ভেস্তে দিলেন নিন্দুকদের সব...
Exit mobile version