Saturday, May 3, 2025

‘সুপ্রিম ধাক্কা’র পর ফের বড় নির্দেশ! শাহজাহানকে CBI হস্তান্তরের সময়সীমা বেঁধে দিল হাই কোর্ট

Date:

Share post:

সুপ্রিম কোর্টের (Supreme Court of India) রায়ে সকালেই বড় ধাক্কা খেয়েছিলেন শেখ শাহজাহান (Seikh Sahjahan)। বুধবার সকালে কলকাতা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ না করে শীর্ষ আদালতসাফ জানিয়ে দেয়, শেখ শাহজাহানকে সিবিআই-এর হাতেই তুলে দিতে হবে রাজ্য পুলিশকে (Police)৷ মঙ্গলবারই শাহজাহানকে সিবিআই-এর হাতে তুলে দেওয়ার জন্য সিআইডি-কে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট৷ কিন্তু সেই নির্দেশে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে জরুরি শুনানির আবেদন করে রাজ্য৷ তবে সুপ্রিম রায়ের ধাক্কা সামলে উঠতে না উঠতেই ফের বড় বিপদে সন্দেশখালির বাদশাহ। এবার কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ বিকেল সওয়া ৪টের মধ্যে সন্দেশখালিকাণ্ডে ধৃত শাহজাহানকে সিবিআইয়ের হাতে হস্তান্তর করতে হবে সিআইডিকে। ইডির মামলার প্রেক্ষিতে প্রধান বিচারপতির নির্দেশ বহাল রেখে এই নির্দেশ দিল বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টের মধ্যেই শাহজাহানকে সিবিআইয়ের কাছে হস্তান্তর করার নির্দেশ ছিল। কিন্তু মঙ্গলবার শাহজাহানকে নিজেদের হাতে পায়নি সিবিআই। তবে বুধবার সওয়া ৪টের মধ্যে সেই হস্তান্তর প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে বলে জানিয়ে দিল হাই কোর্ট। আদালত প্রথমে সাড়ে ৪টের মধ্যে হস্তান্তরের কথা জানিয়েছিল। কিন্তু সিবিআই আদালতের কাছে আবেদন করে যে, সময়সীমা আরও ১৫ মিনিট এগিয়ে নিয়ে আসা হোক। তবে বুধবারও যদি শাহজাহানকে নিজেদের হেফাজতে না পায় সিবিআই, সে ক্ষেত্রে সাড়ে ৪টের মধ্যে তারা আবার আদালতের দ্বারস্থ হতে পারবে।

 

তবে বুধবার রাজ্যের আবেদন সুপ্রিম কোর্টে উঠলে বিচারপতি সঞ্জীব খান্না জানিয়ে দেন, কলকাতা হাইকোর্টের নির্দেশে এখনই হস্তক্ষেপ করবে না শীর্ষ আদালত৷ জরুরি শুনানির জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন করার জন্য রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভিকে পরামর্শ দেন বিচারপতি খান্না৷ বুধবার শীর্ষ আদালত জানায় যেখানে অভিযুক্তকে গ্রেফতারের সময় বেঁধে দেওয়া হয়েছে, সেখানে ওই নির্দেশের উপর স্থগিতাদেশের কোন কারণ নেই। দ্রুত প্রধান বিচারপতি বেঞ্চের নির্দেশ কার্যকর করতে বলা হয় এবং সেই সময় বেঁধে দেওয়া হয় বুধবার সকাল সাড়ে ৪টের মধ্যে। অন্যদিকে, ওই নির্দেশের পরই শাহজাহানকে হেফাজতে নেওয়ার জন্য ভবানী ভবনে পৌঁছে যায় সিবিআই। তবে আদালতের নির্দেশ মেনে সন্দেশখালিকাণ্ডে ধৃত শাহজাহান শেখকে নিজেদের হেফাজতে নিতে গিয়েও পায়নি সিবিআই। তাই আদালত অবমাননার অভিযোগ করে হাই কোর্টের দ্বারস্থ হয় ইডি।

 

spot_img

Related articles

প্রকাশিত হল হাই-মাদ্রাসা-আলিম- ফাজিল পরীক্ষার ফল, শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পরের দিন হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফলাফল(High Madrasah, Alim and Fazil Result) প্রকাশিত হল।...

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...