Tuesday, November 11, 2025

CBI-এর FIR Named নেতার থেকে পাতাকা! শুভেন্দু-অভিজিতের ছবি পোস্ট করে তীব্র আক্রমণ অভিষেকের

Date:

প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস রায়ের পরের দিনই পদ্মশিবিরে যোগ দিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার, তাঁর যোগদানের পরেই মোক্ষম খোঁচা দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতেই যোগ দেন অভিজিৎ। নিজের এক্স হ্যান্ডেলে তীব্র কটাক্ষ করে নারদকাণ্ডে শুভেন্দু অধিকারীর টাকা নেওয়ার ছবি ও এদিন শুভেন্দুই অভিজিতের গলায় গেরুয়া উত্তরীয় পরিয়ে দিচ্ছেন সেই ছবি পাশাপাশি পোস্ট করেন।

মোক্ষম খোঁচা দিয়ে অভিষেক লেখেন, ‘‘১৮০ ডিগ্রি ঘুরে যাওয়া প্রসঙ্গে: সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া থেকে সিবিআইয়ের এফআইআরে নাম থাকা এক জনের হাত ধরে যোগ দিলেন।
এই ছবি দেখিয়ে দিল বিচার ব্যবস্থার একাংশের সঙ্গে বিজেপির গোপন আঁতাঁত, যা বাংলার স্বার্থের জন্য ক্ষতিকর।’’

বুধবার, তাপস রায়ের বিজেপি-তে যোগদানের পরেই তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। একই সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সামনে তাপস রায়ের নতজানু হয়ে দাঁড়িয়ে থাকা ছবি পোস্ট করে, অভিষেক লেখেন, এটা বিজেপির জমিদারি স্বভাবের প্রকৃষ্ট প্রমাণ। এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন,
“বিজেপির ‘ওয়াশিং মেশিন’ গল্পটি চলছে। কারণ বাড়িতে ইডি-র হানার দুমাসের মধ্যেই বাংলা-বিরোধী গ্যাং-এ যোগ দিলেন তাপস রায়।
এই ছবিটি বাংলার জনগণের কাছে শক্তিশালী প্রমাণ, কেন বিজেপির আচরণকে জমিদার বলে উল্লেখ করা হয়।“

বিজেপি যাওয়ার ঘোষণা করেই অভিষেককে নাম না করে নিশানা করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর পাল্টা তীব্র কটাক্ষ করে অভিষেক বলেন, বিজেপির নেতারা আমার নাম নেয় না। প্রাক্তন বিচারপতিও ভাববাচ্যে কথা বলেছেন, নাম নেননি। মিলটা খুব Interesting। অর্থাৎ বিজেপিতে যাওয়ার কথা ঘোষণা করেই গেরুয়া ট্রেন্ডে গা ভাসিয়েছেন অভিজিৎ। এদিন ছবি পোস্ট করে তীব্র কটাক্ষ করেন অভিষেক।




Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version