Friday, January 9, 2026

দিল্লির নির্দেশেই ভোট পূর্ববর্তী হিংসা শুরু? বিজেপিকে বিঁধলেন শশী পাঁজা

Date:

Share post:

নন্দীগ্রামে (Nandigram)আক্রান্ত তৃণমূল কংগ্রেস (TMC), অভিযোগ শুভেন্দু অধিকারীর গুন্ডাদের বিরুদ্ধে। নন্দীগ্রামের মহেশপুর ব্লকে যেভাবে তৃণমূল কর্মী সমর্থকদের উপর চড়াও হয়েছে বিজেপির দুষ্কৃতীরা, তার বিরোধিতা করে এদিন তোপ দাগলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা (Sashi Panja)। ব্রিগেডে বাংলার ‘জনগর্জন সভা’র (Janogorjon Sabha) জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রস্তুতি শিবির চলছে। নন্দীগ্রামেও একই কর্মসূচি চলছিল আর সেখানেই রক্তাক্ত হতে হয় ঘাসফুলের কর্মী সমর্থকদের। প্রধানমন্ত্রী যেদিন বাংলায় এসে বড় বড় বক্তব্য রাখছেন, সেদিন শুভেন্দুর গুন্ডারা শাসকদলের কর্মীদের উপর যেভাবে চড়াও হয়েছেন তা কি ভোট পূর্ববর্তী হিংসার ইঙ্গিত দেয় না, বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে প্রশ্ন তুলেছেন মন্ত্রী।

এ ঘটনা নতুন নয়। বাংলার মানুষ এর আগেও দেখেছেন যেদিন অমিত শাহ বঙ্গে আসেন সেদিনই পরিকল্পিতভাবে তৃণমূলকে টার্গেট করে বিজেপি। যেদিন প্রধানমন্ত্রী বাংলায় আসেন ডেলি প্যাসেঞ্জারি করতে, সেদিন বিজেপির হিংসাত্মক কাজকর্ম গতি পায়। তাহলে সবটাই কি দিল্লির মদতে হচ্ছে, প্রশ্ন তুলছে তৃণমূল কংগ্রেস। এদিন শশী পাঁজা বলেন, বিজেপির শীর্ষ নেতারা বঙ্গে এসে কি বিশেষ কোনও উপদেশ দিয়ে যান যে কারণে রাজ্যের বুকে বিজেপি রক্ত নিয়ে খেলা করে? নন্দীগ্রামে যাঁরা আক্রান্ত হয়েছেন তাঁরা প্রত্যেকেই তৃণমূলের তরুণ প্রজন্ম। সকলেই মমতা -অভিষেকের বার্তা মানুষের কাছে পৌঁছে দিচ্ছিলেন। শশী পাঁজা বলেন বিজেপি বুঝে গেছে ব্রিগেডে শুধু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক বা নেতৃত্বই নয়, বাংলার প্রতিটি বঞ্চিত মানুষ উপস্থিত হবেন। তাই কখনও ট্রেন বাতিল করে দেওয়া হচ্ছে, কখনও আবার কর্মীদের মারধর করা হচ্ছে। বিজেপি যেভাবে ভোট পূর্ববর্তী হিংসা শুরু করেছে তার তীব্র প্রতিবাদ করেন মন্ত্রী। তিনি জানান বাংলার মানুষ এর জবাব দেবে। রাজ্য সঙ্গীতের সময় বিধানসভায় বিজেপির অসভ্যতার প্রসঙ্গ তুলে ধরেন তিনি। শশী পাঁজা অভিযোগ করেন এই সবটাই হচ্ছে দিল্লির নির্দেশে যাতে বাংলাকে উত্তপ্ত করা যায়, বাংলার মানুষকে ভোটের আগে বিভ্রান্ত করা যায়। সবটাই বাংলাকে কালিমালিপ্ত করার চেষ্টা। নন্দীগ্রামের ঘটনার তীব্র প্রতিবাদ করে মন্ত্রী জানান আহতদের পাশে আছে তৃণমূল পরিবার। অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।


spot_img

Related articles

দু’ঘণ্টা পার, দিল্লিতে এখনও আটক তৃণমূল সাংসদরা! ফেসবুক লাইভে ইডিকে তোপ মহুয়ার 

ঘড়ির কাঁটা বারোটা পেরিয়ে যাওয়ার পরও দিল্লির পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনেই আটক তৃণমূল সাংসদরা। দু'ঘণ্টার বেশি সময় ধরে...

আইপ্যাক কাণ্ডে অভিযোগ দায়ের মুখ্যমন্ত্রীর

গতকাল সেক্টর ফাইভে আইপ্যাক এর অফিসে ইডি হানা, ইডির বিরুদ্ধে নথি চুরির অভিযোগে বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় লিখিত...

সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জাঁকিয়ে শীত

শুক্রবার সকালে সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা (Kolkata Temperature)। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে ১০- ১১ ডিগ্রি...

লজ্জা! এটাই বিজেপি নতুন ভারতের রূপ! সর্বশক্তি দিয়ে তোমাদের হারাবে তৃণমূল, গর্জন অভিষেকের

স্বৈরাচারের নির্লজ্জ সীমায় পৌঁছে গিয়েছে বিজেপি। অগণতান্ত্রিক, অসাংবিধানিক পথে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে। স্বৈরাচারী বিজেপি গণতন্ত্রের শেষটুকু উপড়ে ফেলে...