Wednesday, August 27, 2025

রুজিরা বন্দ্যোপাধ্যায়ের (Rujira Banerjee) মামলায় হাই কোর্টের নির্দেশের বিরোধিতা করে শীর্ষ আদালতে দিয়ে মুখ পুড়ল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED)। ইডির আবেদন শুনলই না সুপ্রিম কোর্ট (Supreme Court)। উল্টে শীর্ষ আদালত ইডির আবেদন প্রত্যাহারের পরামর্শ দেয়। পরে তা প্রত্যাহার করে নেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট- জানিয়েছেন আইনজীবী সঞ্জয় বসু।

গত বছরের ১৭ অক্টোবর রুজিরা বন্দ্যোপাধ্যায় মামলায় কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য নির্দেশ দিয়েছিলেন ইডি তার অভিযানের আগে সংবাদমাধ্যমকে জানাতে পারবে না। গোপনীয়তা রক্ষার সেই মামলায় হাই কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় ইডি। আইনজীবী সঞ্জয় বসু জানান, সেই আবেদন শুনতেই চাইল না সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, আবেদন প্রত্যাহার করার পরামর্শ দেয় বিচারপতি ঋষিকেশ রায় ও বিচারপতি প্রশান্তকুমার মিশ্রর বেঞ্চ। এর পরই আবেদন প্রত্যাহার করে নেন ইডির আইনজীবী অতিরিক্ত সলিসিটার জেনারেল এস ভি রাজু।

হাই কোর্টে তার অন্তর্বর্তিকালীন নির্দেশে বলেছিল, যে কোনও ক্ষেত্রে তল্লাশি এবং বাজেয়াপ্তের সময় কোনও লাইভ স্ট্রিমিং করা যাবে না। তল্লাশির আগে তা সংবাদমাধ্যমকে জানাতে পারবে না ইডি। সংবাদমাধ্যমকে সঙ্গে নিয়ে গিয়ে কোথাও তল্লাশিতে পারবে না। এই সংক্রান্ত কোনও খবর পরিবেশন করলে অভিযুক্তের ছবি ব্যবহার করতে পারবে না সংবাদমাধ্যম। চার্জশিট জমা পড়ার আগে কোনও ছবি প্রকাশ করা যাবে না। এই আদেশের কোনও বিরোধিতা করার সুযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দেয়নি হাই কোর্টে। এদিন, সেই নির্দেশে স্থগিতাদেশ চান ইডির আইনজীবী অতিরিক্ত সলিসিটার জেনারেল এস ভি রাজু। কিন্তু সেই আবেদন খারিজ শুরু নয়, হাই কোর্টের নির্দেশ কোনও হস্তক্ষেপ করা হবে না বলে জানায় শীর্ষ আদালত (Supreme Court)।




Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version