কুলদীপ-অশ্বিনের দাপট, প্রথম ইনিংসে মাত্র ২১৮ রানে গুটিয়ে গেল ইংল্যান্ড

ম্যাচে এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে ইংল্যান্ড দল।

ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট। ধর্মশালায় আজ ইংরেজদের বিরুদ্ধে পঞ্চম টেস্ট ম্যাচ খেলতে নামে টিম ইন্ডিয়া। আর সেই ম্যাচে খেলতে নেমে বল হাতে দাপট ভারতীয় বোলারদের। প্রথম ইনিংসে মাত্র ২১৮ রানে গুটিয়ে গেল ইংল্যান্ডের ইনিংস। ইংরেজদের হয়ে একা লড়াই করেন জ্যাক ক্রোলি। ৭৯ রান করেন তিনি। ভারতের হয়ে বল হাতে ৫ উইকেট কুলদীপ যাদবের। ৪ উইকেট শততম টেস্ট ম্যাচ খেলতে নামা রবিচন্দ্রন অশ্বিনের।

ম্যাচে এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে ইংল্যান্ড দল। ইংরেজদের হয়ে ৭৯ রান করেন ইংল্যান্ড ওপেনার জ্যাক ক্রোলি। ২৭ রান করেন ডুকেট। ১১ রান করেন ওলি পপ । ২৬ রান করেন জো রুট। ২৯ রান করেন জনি ব্রিস্টো। শূন্যরান করেন অধিনায়ক বেন স্টোকস। টিম ইন্ডিয়ার হয়ে বল হাতে দাপট দেখান কুলদীপ-অশ্বিন। ভারতের হয়ে বল হাতে ৫ উইকেট কুলদীপ যাদবের। ৪ উইকেট শততম টেস্ট ম্যাচ খেলতে নাম রবিচন্দ্রন অশ্বিন। ১ উইকেট নেন রবীন্দ্র জাদেজা।

এদিকে এই ম্যাচে খেলতে নেমে বিশেষ সম্মান দেওয়া হলো টিম ইন্ডিয়ার তারকা বোলার রবিচন্দ্রন অশ্বিনকে। এই ম্যাচে নামার আগে অনন্য নজিরের সামনে দাঁড়িয়ে ছিলেন অশ্বিন। আজ ধর্মশালায় শততম টেস্ট ম্যাচ খেলতে নামেন অশ্বিন। আর তাই এদিন টিম ইন্ডিয়ার পক্ষ থেকে বিশেষ স্মারক তুলে দিলেন দলের কোচ রাহুল দ্রাবিড়।

আরও পড়ুন- পঞ্চম টেস্টে নামার আগে অশ্বিনকে বিশেষ সম্মান টিম ইন্ডিয়ার, আবেগে ভাসলেন ভারতের তারকা স্পিনার

Previous articleকেজরিওয়ালকে তলব দিল্লি আদালতের, ক্ষোভ প্রকাশ আপ সুপ্রিমোর 
Next articleসন্দেশখালিতে ফের উস্কানি দেওয়ার চেষ্টা, পুলিশি বাধায় রণেভঙ্গ বিজেপি মহিলা মোর্চার