Tuesday, May 6, 2025

১০ মার্চ ডার্বি, কীভাবে কাটবেন অফলাইন টিকিট, কোথা থেকেই বা পাওয়া যাবে বড় ম্যাচের টিকিট? রইল আপডেট

Date:

১০ মার্চ শহরে বড় ম্যাচ। এই ম্যাচ নিয়ে ইতিমধ্যে উন্মাদনা তুঙ্গে । গত দু’দিন ধরে টিকিটের দাম নিয়ে চলছে বেস বিতর্ক। আর এরই মধ্যে ডার্বি ম্যাচের অফলাইন টিকিট বিক্রি শুরু হল আজ থেকেই। ৮ মার্চ দুপুর তিনটে থেকে পাওয়া যাবে ডার্বি ম্যাচের অফলাইন টিকিট। পাশাপাশি যারা অনলাইনে টিকিট কেটেছেন তারা রিডিম করতে পারবেন সেই টিকিট। কোথা থেকে রিডিম করা যাবে টিকিট?

ইস্টবেঙ্গল সমর্থকরা ডার্বির টিকিট কাটতে পারবেন ক্লাব থেকেই। ক্লাবের জিম এরিয়া থেকে অনলাইন টিকিট রিডিম করা যাবে। পাশাপাশি অফলাইন টিকিটও পাওয়া যাবে ক্লাব থেকেই। পাশাপাশি যুবভারতী ক্রীড়াঙ্গনের বক্স অফিস à§§ থেকেও পাওয়া যাবে টিকিট। সেখান থেকে অনলাইন টিকিট রিডম ও অফলাইন টিকিট দুই পাওয়া যাবে। মোহনবাগান ক্লাব এই ডার্বির টিকিট বিক্রি করতে না চাওয়ায় ডার্বির টিকিট পাওয়া যাবে মহমেডান মাঠ থেকে। ক্লাবের বাইরে যেখানে আইপিএল-এর টিকিট দেওয়া হয়, সেখান থেকেই কাটা যাবে এই টিকিট। শুধু আজ নয়, রবিবার অবধি টিকিট কাটতে পারবেন সমর্থকরা। পাশাপাশি অনলাইন টিকিটও রিডিম করা যাবে সন্ধ্যা সাড়ে ছ’টা অবধি।

ডার্বির টিকিট নিয়ে বেশ কয়েকদিন ধরেই চলছে বিতর্ক। আর তার কারণ টিকিটের দামের বৈষম্য। ইস্টবেঙ্গলের টিকিটের থেকে মোহনবাগান গ্যালারির টিকিটের দাম অনেক বেশি, যা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন মোহনবাগান সমর্থকরা। যদিও দামের বৈষম্য নিয়ে মুখ খুলেছেন ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার। তিনি জানিয়ে দেন, ব্যক্তিগত ভাবে সকল ফুটবলপ্রেমীর কাছে দুঃখপ্রকাশ করেন । এই নিয়ে লাল-হলুদ শীর্ষ কর্তা বলেন, “ টিকিটের দামের এই যে তারতম্য এটা সঠিক হয়নি বলেই আমার প্রাথমিক ধারণা। ক্রীড়ামন্ত্রী আমাকে গোটা বিষয়টা জানানোর পরে আমি বিভিন্ন জায়গায় কথা বলি। কিন্তু তারাও অনেকটা এগিয়ে গিয়েছেন। এখন পিছিয়ে আসা সম্ভব নয়। আমি অনুরোধ করেছি আগামিদিনে যেন এরকম বৈষম্য না ঘটে।” যদিও টিকিটের এমন ফারাক দেখে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন, ‘আমরা এই বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছি। বলতে পারি নোংরা ঘটনা। ময়দান কলুষিত হচ্ছে এই ঘটনায়।’

আরও পড়ুন- ছেলের শতরান দেখে আবেগে ভাসলেন গিলের বাবা, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Related articles

এই সপ্তাহেই ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় মোলিনা

চলতি সপ্তাহেই মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG) ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন কোচ হোসে মোলিনা(Jose Molina)। আসন্ন মরসুমের দল গঠনের জন্য...

বিহারে লাঠিপেটা শিক্ষক চাকরিপ্রার্থীদের! দাবির ‘পুরস্কার’ বিজেপি-সহযোগী রাজ্যে

ন্যায্য চাকরির দাবি জানিয়ে পুলিশের লাঠি পেটার শিকার বিহারের শিক্ষক পদের চাকরি প্রার্থীরা। যে বিজেপি বাংলায় চাকরিজীবীদের চাকরি...

পহেলগামে নিহত দুই পরিবারকে সাহায্য় রাজ্যের, বাড়িতে গেলেন দুই মন্ত্রী

দেশের কোনও প্রান্তে কোনও দুর্ঘটনাতেও কেউ মারা গেলে সজাগ হয়ে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বিশেষত বিরোধী...

আইএসএল থেকে বিদেশি নেবে না ইস্টবেঙ্গল, ছাড়া হচ্ছে না বিষ্ণুকেও

আগামী মরসুমে শক্তিশালী দল গঠনের লক্ষ্যে এখন থেকেই মাঠে নেমে পড়েছে ইস্টবেঙ্গল(Eastbengal)। দলে এবার ভালো বিদেশি(Foreigner) নেওয়াই প্রধান...
Exit mobile version