Friday, November 14, 2025

কোনারক মন্দিরের ভাস্কর্যের সঙ্গে মিনি স্কার্টের তুলনা টানলেন মোদি!

Date:

রাজনীতি নয় এবার ফ্যাশন ট্রেন্ড (Fashion Trend) নিয়ে কথা বললেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় পোশাক (Indian Dress) প্রসঙ্গে কথা বলতে গিয়ে মিনি স্কার্টের সঙ্গে কোনারক মন্দিরের ভাস্কর্যের তুলনা টানলেন ভারতের প্রধানমন্ত্রী। ন্যাশনাল ক্রিয়েটর অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে মোদি জানান যে মিনি স্কার্ট আধুনিক পোশাক বলে বিবেচিত হলেও প্রাচীন ভারতেও এর নিদর্শন মেলে। তখনই তিনি বলেন, ‘আপনি যদি কোনারকে যান, তবে শতাব্দী প্রাচীন মন্দিরে আপনারা এমন অনেক মূর্তি দেখতে পাবেন যারা মিনি স্কার্ট পরে রয়েছেন এবং তাদের হাতে পার্স রয়েছে।’ এরপরই শুরু হয়েছে সমালোচনা। দেশের প্রাচীন ঐতিহ্যকে নিয়ে এ ধরণের মন্তব্যকে অনেকেই ভাল চোখে দেখছেন না।

দিল্লির ভারত মণ্ডপমে ফ্যাশন আইকন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে মোদি বলেন, আধুনিক সভ্যতার প্রগতিতে পোশাকের বিবর্তন নিয়ে এত আলোচনা হয়, দেশের প্রাচীন ভাস্কর্য দেখলে বোঝা যায় যে শত শত বছর আগেও ভারতবাসী ফ্যাশন সম্পর্কে সচেতন ছিলেন। বর্তমানে আধুনিক জামাকাপড় পরার প্রবণতা রয়েছে। তবে ভারতীয় পোশাক নিয়ে আন্তর্জাতিকভাবে আরও বেশি প্রচার হওয়া উচিত বলেই মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এদিন ১৯ বছর বয়সী কনটেন্ট ক্রিয়েটর জাহ্নবীকে ভারতীয় সংস্কৃতি ও আধ্যাত্মিকতার প্রচারের জন্য পুরস্কৃত করা হয়। ট্রাভেল ভ্লগার কামিয়া জানি থেকে শুরু করে বিয়ারবাইসেপের রণবীর আলাহাবাদিয়া, জাহ্নবী সিংও পুরস্কার পান।


Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version