Thursday, December 25, 2025

রা পত্রিকা ও সুরনন্দন ভারতীর যৌথ উদ্যোগে কবি সম্মেলন ও বই উদ্বোধন অনুষ্ঠান

Date:

Share post:

গত ২৯ ফেব্রুয়ারি জীবনানন্দ সভাঘরে রা পত্রিকা ও সুরনন্দন ভারতীর যৌথ উদ্যোগে কবি সম্মেলন ও বই উদ্বোধন অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে কবি-প্রাবন্ধিক জয়ন্ত রায়ের ‘অগ্নিবিহঙ্গ শ্রীমধুসূদন’, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ডিন ও ওডিসি নৃত্যগুরু ড. পুষ্পিতা মুখোপাধ্যায়ের ‘বিবর্ধনে লোকনাট্য’ এবং সুরনন্দন ভারতীর সর্বভারতীয় সম্পাদক ঋতীশ রঞ্জন চক্রবর্তীর ‘কবিতা নিকট আত্মীয়’ বইগুলির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। বাহান্ন বছর ধরে চলা ‘রা পত্রিকা’র ‘দ্বিশতবর্ষে মধুসূদন দত্ত’ বিশেষ সংখ্যাও প্রকাশিত হয়। বইগুলির উদ্বোধন করেন ভারতীয় ইতিহাসবিদ ও লেখক নৃসিংহপ্রসাদ ভাদুড়ী, কথাসাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী ও কবি-অধ্যাপক দেবদ্যুতি বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ছিলেন ওডিসি নৃত্যগুরু ড.পুষ্পিতা মুখোপাধ্যায়।
ওই অনুষ্ঠানে জীবনকৃতি সম্মানে ভূষিত করা হয় নৃসিংহপ্রসাদ ভাদুড়ীকে। কাব্যনন্দন ও আবৃত্তিনন্দন পুরস্কার দেওয়া হয় স্বপ্নময় চক্রবর্তী ও ড. দেবদ্যুতি বন্দ্যোপাধ্যায়কে। পুরস্কার দেন ঋতীশ রঞ্জন চক্রবর্তী, ডাঃ সুকমল দাস এবং ড. পুষ্পিতা মুখার্জী। সঙ্গীত পরিবেশন করেন জবা মুখোপাধ্যায়, শিখা দাস, গণদীপ বিশ্বাস, বিশ্বজিৎ দে। অনামিকা সরকার-এর পরিচালনায় ‘প্রাণের অনুরণন’ এর শিল্পীবৃন্দ এবং স্পন্দন গোষ্ঠীর শিল্পীবৃন্দ সিদ্ধার্থ প্রামাণিক, ইন্দ্রাণী রায়, পাপিয়া বসু, সান্তনা পাল ও সোনালী গোস্বামী।
স্বরচিত কবিতা পাঠ করেন নিতাই মৃধা, ভবানী শঙ্কর দাসগুপ্ত, যতীন সরকার, বিশ্বনাথ চৌধুরী, সুকর্ণা দাস, মৈনাক সেন, গণদীপ বিশ্বাস, পুলক ঘোষ চৌধুরী, মানবেন্দ্র দত্ত,লোপামুদ্রা ভট্টাচার্য, পার্থপ্রতিম চট্টোপাধ্যায়, অনিন্দিতা চট্টোপাধ্যায়, সর্বানী বিশ্বাস, গৌরী দে, চৈতালি খাঁ, অনিতা রায় মুখার্জী, দেবাশীষ সরকার, দেবাংশু মুন্সী, মমতা মুন্সী, প্রদীপ কুমার সেন ও বাংলাদেশের সাংবাদিক সুমন ব্যাপারী।
চিত্রশিল্পী অরিজিতা দাস মাইকেলকে নিয়ে তার তৈরি কোলাজ-এর প্রদর্শন করেন। অনুষ্ঠান ও মধু কবি সম্পর্কে বলেন নৃসিংহপ্রসাদ ভাদুড়ী, স্বপ্নময় চক্রবর্তী, দেবদ্যুতি বন্দ্যোপাধ্যায় ও জয়ন্ত রায়। সঞ্চালনায় ছিলেন দেবাশীষ সরকার ও অনিতা রায় মুখার্জী। সামগ্রিক পরিচালনায় ছিলেন ঋতীশ রঞ্জন চক্রবর্তী, প্রীতম কুন্ডু, শান্তনু মিশ্র, জয়দেব মন্ডল ও অনির্বান দাস।

 

spot_img

Related articles

সময়ের দেরিতেই বাঁধা প্রেমের গল্প-২৫ দিনের মাইলস্টোন ছুঁয়ে হলে ‘দেরি হয়ে গেছে’

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় নস্টালজিয়া, আবেগ আর রহস্যের মিশেলে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহে টানা ২৫ দিনের বেশি সময় ধরে সফলভাবে...

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...