Monday, December 15, 2025

আগামিকাল দেখা হবে: ব্রিগেডে ‘জনগর্জন সভা’র প্রস্তুতি দেখে মঞ্চ থেকে বার্তা অভিষেকের

Date:

Share post:

রবিবার ব্রিগেডে ঐতিহাসিক তৃণমূলের ‘জনগর্জন’ সভা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শনিবার, বিকেল সাড়ে চারটে নাগাদ সভার প্রস্তুতি খতিয়ে দেখতে ব্রিগেডে যান তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বেশ খানিকক্ষণ সভার মূল মঞ্চের খুঁটিনাটি খতিয়ে দেখেন। ঘুরে দেখেন অন্যান্য মঞ্চও। একসময় মাইক হাতে তুলে নেন। দেন “জয় বাংলা” স্লোগান। নেতা-কর্মীদের বলেন, “আগামিকাল দেখা হবে।“ দলের সেনাপতির ভোকাল টনিকে আরও উজ্জীবিত কর্মীরা।

পাখির চোখ লোকসভা নির্বাচন। লড়াইয়ের প্রস্তুতিতে রবিবার ব্রিগেডে ‘জনগর্জন সভা’। সেখানে থেকেই ভোটের প্রচার শুরু করবে তৃণমূল। এই ব্রিগেড সমাবেশ ঐতিহাসিক হবে বলে আশা তৃণমূল শীর্ষ নেতৃত্বের। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে আওয়াজের টর্নেডো তুলতে জনসভা ও ভিডিও বার্তায় সবাইকে আহ্বান জানিয়েছেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই সমাবেশে যোগ দিতে আহ্বান জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকও। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের কর্মী-সমর্থকরা কলকাতায় আসতে শুরু করেছেন। তাঁদের থাকার জন্য যেসব জায়গা করা হয়েছে, সেই জায়গাগুলি ঘুরে দেখছেন অভিষেক (Abhishek Banerjee)। ব্রিগেডের সভামঞ্চও আগে দেখেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন ফের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখেন। হাতে তুলে নেন মাইক। “জয় বাংলা” স্লোগান দেন। নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, আগামিকাল দেখা হবে। তাঁকে দেখেই প্রস্তুতিতে ব্যস্ত কর্মীরা আপ্লুত হয়ে পড়েন। হাত নেড়ে স্বাগত জানান। অভিষেকও পাল্টা হাত নাড়েন।

ব্রিগেডের সভামঞ্চও তৈরি হচ্ছে বিশেষভাবে। বিশাল ব়্যাম্প হয়েছে। সেই ব়্যাম্প ধরে একেবারে জনগণের মধ্যে পৌঁছে যেতে পারবেন নেতা-নেত্রীরা। এখন রবিবারের সভায় মমতা-অভিষেকের বার্তায় অপেক্ষায় তৃণমূলের কর্মী-সমর্থকরা।





spot_img

Related articles

বেঙ্গল সুপার লিগের সূচনা, চ্যাম্পিয়নরা খেলবে সরাসরি আইএফএ শিল্ডে

শ্রাচী স্পোর্টসের উদ্যোগে শুরু হল বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। রবিবার বিকেলে মালদহে এই মেগা টুর্নামেন্টের জমকালো উদ্বোধন...

তৃতীয় টি২০ ম্যাচে সহজ জয়ের মধ্যেই কাঁটা সূর্যের ব্যাটিং ব্যর্থতা

তৃতীয় টি২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭ উইকেটে জিতল ভারত(India)। রবিবার টস টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত(India)।...

নির্বাচনের আগে ইভিএম চেকিংয়ে কঠোর নজরদারি! অবজারভার পাঠালো কমিশন 

২০২৬ সালের রাজ্যের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন এবার আরও কড়া নজরদারি করছে ইভিএমের ফার্স্ট লেভেল চেকিং...

সন্ধ্যাতেও সুফল বাংলার স্টল 

সাধারণ মানুষের বাজারের অভ্যাসের সঙ্গে তাল মিলিয়ে আরও এক ধাপ এগোল রাজ্যের সুফল বাংলা প্রকল্প। এ বার থেকে...