Monday, November 17, 2025

আগামিকাল দেখা হবে: ব্রিগেডে ‘জনগর্জন সভা’র প্রস্তুতি দেখে মঞ্চ থেকে বার্তা অভিষেকের

Date:

রবিবার ব্রিগেডে ঐতিহাসিক তৃণমূলের ‘জনগর্জন’ সভা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শনিবার, বিকেল সাড়ে চারটে নাগাদ সভার প্রস্তুতি খতিয়ে দেখতে ব্রিগেডে যান তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বেশ খানিকক্ষণ সভার মূল মঞ্চের খুঁটিনাটি খতিয়ে দেখেন। ঘুরে দেখেন অন্যান্য মঞ্চও। একসময় মাইক হাতে তুলে নেন। দেন “জয় বাংলা” স্লোগান। নেতা-কর্মীদের বলেন, “আগামিকাল দেখা হবে।“ দলের সেনাপতির ভোকাল টনিকে আরও উজ্জীবিত কর্মীরা।

পাখির চোখ লোকসভা নির্বাচন। লড়াইয়ের প্রস্তুতিতে রবিবার ব্রিগেডে ‘জনগর্জন সভা’। সেখানে থেকেই ভোটের প্রচার শুরু করবে তৃণমূল। এই ব্রিগেড সমাবেশ ঐতিহাসিক হবে বলে আশা তৃণমূল শীর্ষ নেতৃত্বের। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে আওয়াজের টর্নেডো তুলতে জনসভা ও ভিডিও বার্তায় সবাইকে আহ্বান জানিয়েছেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই সমাবেশে যোগ দিতে আহ্বান জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকও। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের কর্মী-সমর্থকরা কলকাতায় আসতে শুরু করেছেন। তাঁদের থাকার জন্য যেসব জায়গা করা হয়েছে, সেই জায়গাগুলি ঘুরে দেখছেন অভিষেক (Abhishek Banerjee)। ব্রিগেডের সভামঞ্চও আগে দেখেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন ফের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখেন। হাতে তুলে নেন মাইক। “জয় বাংলা” স্লোগান দেন। নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, আগামিকাল দেখা হবে। তাঁকে দেখেই প্রস্তুতিতে ব্যস্ত কর্মীরা আপ্লুত হয়ে পড়েন। হাত নেড়ে স্বাগত জানান। অভিষেকও পাল্টা হাত নাড়েন।

ব্রিগেডের সভামঞ্চও তৈরি হচ্ছে বিশেষভাবে। বিশাল ব়্যাম্প হয়েছে। সেই ব়্যাম্প ধরে একেবারে জনগণের মধ্যে পৌঁছে যেতে পারবেন নেতা-নেত্রীরা। এখন রবিবারের সভায় মমতা-অভিষেকের বার্তায় অপেক্ষায় তৃণমূলের কর্মী-সমর্থকরা।





Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version