Monday, August 25, 2025

বিজেপির সভায় চূড়ান্ত অব্যবস্থা, পদপিষ্ট হয়ে মৃত্যু মহিলার!

Date:

মানুষের জীবনের কোনও দাম নেই বিজেপি নেতাদের কাছে। নাগপুরের (Nagpur BJP Meeting) সভায় ফের তার প্রমাণ মিলল। পদ্ম শিবির আয়োজিত সভায় চূড়ান্ত অব্যবস্থার কারণে পদপিষ্ট হয়ে মৃত্যু হল ৫০ বছরের এক মহিলার। গুরুতর আহত হয়ে হাসপাতালে বেশ কয়েকজন। শনিবার সকালে নাগপুরের ঘটনায় ফিরল বছর ২০ আগের লখনৌয়ের স্মৃতি। ইতিমধ্যে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Nagpur Police)।

আজ সকাল সাড়ে ১০টা নাগাদ নাগপুর শহরে বিজেপির সভা এবং নির্মাণকর্মীদের কাজের জিনিসপত্র বিলির অনুষ্ঠানে উপস্থিত জনতার তুলনায় আয়োজন এবং ব্যবস্থাপনা যথেষ্ট কম ছিল বলে অভিযোগ ওঠে। ভিড় সামলাতে হিমশিম খান আয়োজকরা। হুড়োহুড়ির মধ্যে পদপিষ্ট হন বেশ কয়েক জন। মনু তুলসীরাম রাজপুত নামে বছর ৫০-এর এক প্রৌঢ়ার মৃত্যু হয়। ৪-৫ জন গুরুতর জখম হওয়ায় দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও চোট-আঘাত পাওয়া মানুষের সংখ্যাটাও নেহাত কম নয়। বিজেপির সভায় এই ধরণের ঘটনা নতুন নয়। মানুষের সুরক্ষার দিকে কোনও নজর নেই গেরুয়া নেতাদের। এর আগে ২০০৪ সালে লখনৌয়ে বিজেপি নেতা লালজি ট্যান্ডনের জন্মদিন উপলক্ষে শাড়ি বিলির অনুষ্ঠানেও পদপিষ্ট হয়ে ২১ জনের মৃত্যু হয়। বছর দুই আগে ২০২২ সালের ১৪ ডিসেম্বর বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে একটি কম্বলদানের অনুষ্ঠান করেছিল বিজেপি। সেখানেও চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ ওঠে, ৩ জনের মৃত্যু হয়। গ্রেফতার হন অনুষ্ঠানের অন্যতম পৃষ্ঠপোষক বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। আজ নাগপুরের দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version