Monday, August 25, 2025

ইংল্যান্ডকে পঞ্চম টেস্টে হারাতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে টিম ইন্ডিয়া

Date:

ইংল্যান্ডকে পঞ্চম টেস্টে হারাতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে উঠে গেল ভারতীয় দল । ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছে রোহিত শর্মার ভারত। ভারতীয় দল ঘরের মাঠে এই সিরিজ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে উঠে এসেছে।

স্লো ওভার রেটের জন্য ২ পয়েন্ট কাটা গেলেও ৯ ম্যাচের মধ্যে ৬টি ম্যাচ জিতে ভারতের খাতায় রয়েছে ৭৪ পয়েন্ট। টিম ইন্ডিয়া ৬৮.৫১ শতরাং হারে পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের এক নম্বরে রয়েছে। নিউজিল্যান্ড রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের দ্বিতীয় স্থানে। কিউয়িদের খাতায় রয়েছে ৬০.০০ শতাংশ হারে ৩৬ পয়েন্ট। ১১টি টেস্টে ৭টি জয় তুলে নেওয়া অস্ট্রেলিয়া রয়েছে লিগ টেবিলের তিন নম্বরে। তারা ৩টি টেস্ট হেরেছে এবং ১টি টেস্ট ড্র করেছে। অস্ট্রেলিয়ার খাতায় রয়েছে ৫৯.০৯ শতাংশ হারে ৭৮ পয়েন্ট। অজিদের ১০ পয়েন্ট কাটা গিয়েছে স্লো ওভার রেটের জন্য। ১০ ম্যাচের মধ্যে ৩টিতে জয় পেয়েছে ইংল্যান্ড। তারা ৬টি টেস্ট হেরেছে এবং ১টি টেস্ট ড্র করেছে। আপাতত ইংল্যান্ডের সংগ্রহ ১৭.৫ শতাংশ হারে ২১ পয়েন্ট। তাদের ১৯ পয়েন্ট কাটা গিয়েছে গত অ্যাশেজ সিরিজে স্লো ওভার-রেটের জন্য। এই মুহূর্তে ইংল্যান্ড অবস্থান করছে লিগ টেবিলের ৮ নম্বরে।

পঞ্চম টেস্টে প্রথম ইনিংসে ভারতীয় দল ইংল্যান্ডকে মাত্র ২১৮ রানে অলআউট করে। ভারতীয় দল ব্যাট করতে নেমে ৪৭৭ রান করে। সেঞ্চুরি করেন ক্যাপ্টেন রোহিত শর্মা ও শুভমন গিল। হাফ সেঞ্চুরি করেন ওপেনার জয়সওয়াল। প্রথম ম্যাচ খেলতে নামা দেব্দত্ত পাডিক্কল ৬৫ রানের ইনিংস খেলেন। ৫৬ রান করেন সরফরাজ খান। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৯৫ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ফলে ইনিংস ও ৬৪ রানে।

আরও পড়ুন- ইংল্যান্ডের বিরুদ্ধে দলের পারফরম্যান্সে গর্বিত দ্রাবিড়



Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...
Exit mobile version