Wednesday, December 3, 2025

জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন: ব্রিগেডের মঞ্চ থেকে হুঙ্কার অভিষেকের

Date:

Share post:

আজকের কর্মসূচির নাম “জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন”- ব্রিগেডের জনগর্জন সভা থেকে বিজেপির বিরুদ্ধে হুঙ্কার দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। স্পষ্ট জানালেন, আগামীর রায় স্বৈরাচারী-বহিরাগতদের বিদায়। হুঙ্কার দিয়ে অভিষেক বলেন, আজকে শুধু একটা ট্রেলার দেখালাম, সিনেমাটা বাংলার আপামর জনতা দেখাবে।’’ ব্রিগেড জুড়ে চারদিকের ব়্যাম্প। আর প্রত্যেকটা ব়্যাম্প হেঁটে গিয়ে জনগণের মধ্যে থেকে দাঁড়িয়ে লড়াইয়ের বার্তা দিলেন অভিষেক। তাঁর কথায়, আগামী লোকসভা ভোট বহিরাগতদের বিদায় করার ভোট। জানিয়ে দিলেন, কথা দিয়ে কথা রাখে একমাত্র তৃণমূল।

বলতে উঠে বিজেপি (BJP)-সহ বিরোধীদের দিকে একের পর এক তোপ দাগেন অভিষেক। গত কয়েকদিন ধরে বিরোধী রাজনৈতিক দলের নেতারা বলছিলেন, একে একে সবাই ছেড়ে যাচ্ছে, তৃণমূল দলটাই থাকবে না। তীব্র কটাক্ষ করে অভিষেক বলেন, অনেক বড় বড় কথা বলছিল। এদের কাছে টাকা, বিচারব্যবস্থা, ইডি-সিবিআই, নির্বাচন কমিশন আছে। তবে, আজ ব্রিগেডে যাঁরা এসেছেন তাঁরা সুনিশ্চিত করে দিয়েছেন এই ব্রিগেড বিজেপিকে বিদায় দেওয়ার ব্রিগেড। তিনি বলেন, ‘‘লড়াইয়ের ময়দানে লড়ে নেব। খেলা হবে। তৈরি থেকো বিজেপির বন্ধুরা জনগর্জন কী, আজকে শুধু একটা ট্রেলার দেখালাম, সিনেমাটা বাংলার আপামর জনতা দেখাবে।’’

এরপরেই অভিষেক জানান, এদিন যে কর্মসূচির সূচনা হল, তার নাম “জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন”। আগামীর রায় স্বৈরাচারী-বহিরাগতদের বিদায়। শোষনকারীরা বিদায়। লাঞ্ছনাকারীরা বিদায়। বহিরাগতরা বিদায়। বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ করে অভিষেক বলেন, যাঁরা ঈশ্বরচন্দ্রের মূর্তি ভাঙে, বিবেকানন্দের সম্পর্কে কুকথা বলেন, যাঁর বাংলার টাকা আটকে রাখে তারা বাংলা বিরোধী। তাদের বিদায় দিতে হবে।

মোদি কি গ্যারেন্টি- নিয়ে মোক্ষম খোঁচা দেন অভিষেক। বলেন, চোর চুরি করে জেলে যেত, এখন বিজেপিতে যায়- এটাই মোদি কি গ্যারেন্টি, জিরো ওয়ারেন্টি। মোদির গ্যারেন্টি চোরেরা চুরি করে জেলে যাচ্ছে। মোদি জি-র ভারতে বিচারপতিদের দলে স্বাগত জানাচ্ছে।

বামা আমলের কালো দিনের কথা স্মরণ করে অভিষেক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় না এলে, জঙ্গলমহলকে এখনও সিপিএম-মাওবাদীদের বন্দুকের নলের নীচে থাকতে হত। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বার্তা, বিজেপি-সিপিএম-অধীরের নেতৃত্বের কংগ্রেস-ইডি-সিবিআই-য়ের বিরুদ্ধে এই লড়াইয়ে আমরা জিতব। তাঁর কথায়, তৃণমূল যা বলে না করে।

আরও পড়ুন: কারো হাতে ঢাক, কেউ নিলেন বেলুন, তৃণমূলের রঙে রঙিন মহানগরী

নরেন্দ্র মোদি রাজ্যে এসে যে মিথ্যা ভাষণ দিয়েছেন, তারও পর্দা ফাঁস করেন অভিষেক। তথ্য দিয়ে জানান, উনি বলেছেন ৪২ হাজার কোটি টাকা আবাসের জন্য দিয়েছেন। অথচ ১৪ ডিসেম্বর ২২ রাজ্য সরকার লিখেছিল আবাসের টাকা দেওয়া হয়নি। যদি আবাসের একটাও কেন্দ্র দিয়েছে সেটা প্রমাণ হয়, আমি রাজনীতিত ছেড়ে দেব।

এদিন যত জনতার মধ্যে অভিষেক গিয়েছেন, ততই উদ্বেল হয়েছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। ৪টি ব়্যাম্প হেঁটে জবার কাছে পৌঁছন অভিষেক। একেবারে হাঁটু গেড়ে বসে প্রণাম করেন উপস্থিত জনগণকে। আপ্লুত হয় ব্রিগেড।




spot_img

Related articles

Group C-Group D-র ‘যোগ্য’দের তালিকা প্রকাশের নির্দেশ হাই কোর্টের, মিলবে বয়সজনিত ছাড়

২০১৬-র নিয়োগ প্রক্রিয়ায় গ্রুপ সি ও গ্রুপ ডির (Group C and Group D) 'যোগ্য'দের তালিকা প্রকাশের নির্দেশ দিলেন...

রায়পুরে বৃষ্টি নাকি পাটা পিচে প্রচুর রান, অনুকূল আবহাওয়ায় চনমনে মেজাজে ভারত

ফের টস হারল ভারত। এই দিয়ে টানা কুড়ি বার। প্রথমে বল করা সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা (Ind vs...

রাজ্যে ফের পারদ পতন! বুধে নিম্নমুখী তাপমাত্রা 

পশ্চিমী ঝঞ্ঝা আর ঘূর্ণিঝড় শীতের ইনিংসের সাময়িক বাধা দিলেও হাওয়া অফিসের (Weather Department) পূর্বাভাস মতোই বুধবার থেকে তাপমাত্রার...

দিল্লি নয়, সোনালিকে বীরভূমে ফেরানোর সুপ্রিম নির্দেশ! কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টে সোনালি বিবি (Sonali Bibi Case in Supreme Court) মামলায় বড় নির্দেশ দিলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত।সোনালি খাতুন...