আজ বড় ম্যাচ, প্রতিপক্ষকে সমীহ কুয়াদ্রাতের, তবে পাখির চোখ তিন পয়েন্ট

এই নিয়ে কুয়াদ্রাত বলেন, “ আমার মনে হয় ঠিক। বিশেষত দুটো দলের সাম্প্রতিক পারফরম্যান্স দেখলে সেটাই মনে হবে।

আজ বড় ম্যাচ। যুবভারতী ক্রীড়াঙ্গানে আইএসএলের ফিরতি ডার্বি। মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট। মোহনবাগান শেষ ছ’টি ম্যাচে অপরাজিত থেকে লিগ-শিল্ড জয়কে পাখির চোখ করে আইএসএলের শীর্ষস্থান দখলের লড়াই করছে। আর এর মধ্যে গতকাল চেন্নাইয়ান এফসি হায়দরাবাদ এফসির কাছে ১-০ গোলে হেরে যাওয়ায় প্লে-অফে পৌঁছে গিয়েছে আন্তোনিও লোপেজ হাবাসের দল। ১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে তারা। অন্যদিকে, পরের পর ম্যাচে হেরে ইস্টবেঙ্গল পয়েন্ট টেবলের তলানিতে। শেষ দুই ম্যাচ হেরে ডার্বিতে মর্যাদার যুদ্ধে নামছে কার্লেস কুয়াদ্রাতের দল। পাঞ্জাব দু’দিন আগে নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়ে দেওয়ায় ইস্টবেঙ্গলের প্লে-অফ অঙ্ক আরও কঠিন। তারা দশ নম্বরে নেমে গিয়েছে। ১৮ পয়েন্ট তাদের। যদিও ম্যাচের আগে এই পরিসংখ্যান নিয়ে ভাবতে নারাজ লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত। তবে ডার্বিতে যে পিছিয়ে থেকে নামছে ইস্টবেঙ্গল, তা মেনে নিয়েছেন লাল-হলুদের হেডস্যার।

এই নিয়ে কুয়াদ্রাত বলেন, “ আমার মনে হয় ঠিক। বিশেষত দুটো দলের সাম্প্রতিক পারফরম্যান্স দেখলে সেটাই মনে হবে। সত্যি কথাটা সত্যি করেই স্বীকার করে নেওয়া উচিত। তবে আমি দলের খেলোয়াড়দের বিশ্বাস করি। জানি ওরা প্রতিটা ম্যাচেই নিজেদের সেরাটা দিচ্ছে। নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোতে হবে আমাদের। এই মরশুমে মোহনবাগানের বিরুদ্ধে যা যা পরিকল্পনা করেছি সবই কাজে লেগেছে। ডুরান্ড কাপের ফাইনালে হারলেও আমরা অনেক ভাল খেলেছি। এখনও পর্যন্ত এই মরশুমে বড় ম্যাচে আমরা এগিয়ে। তবু রবিবারের ম্যাচে আমরা লড়াই চালিয়ে যাব।“

এরপরই মোহনবাগানের প্রসংশা করে কুয়াদ্রাত বলেন, “ মোহনবাগান ভাল দল। ফলাফলেই তা স্পষ্ট। নর্থইস্টকে চার গোল, জামশেদপুরকে তিন গোল দিয়েছে। ওদের সমীহ করতেই হবে। যদি আপনি ওদের খেলতে দেন এবং ছোট করে দেখেন, তাহলে শাস্তি পেতেই হবে। এখন ওদের ছন্দটা অনেক ভাল। মরশুমের মধ্যে অনেক উত্থান-পতনের সাক্ষী থেকেছে। সেখান থেকে দলটা ঘুরে দাঁড়িয়েছে। আমরাও সুপার কাপ জিতেছি, আগে ভাল খেলেছি। পরে আবার কিছু ব্যর্থতা দেখতে হয়েছে।“

তবে এত কিছুর পরেও কুয়াদ্রাত আত্মবিশ্বাসী যে তাঁর দল প্রথম ছয়ে শেষ করবে।এই নিয়ে তিনি বলেন, “মানছি শেষ কয়েকটা ম্যাচের ফলাফল ভাল যায়নি। কিন্তু শেষ কয়েকটা জায়গা নিয়ে প্রবল লড়াই হচ্ছে। এটা ফুটবলের জন্য ভাল। এখনও পর্যন্ত ডার্বিতে ভাল খেলেছি। ওরা লিগ-শিল্ডের জন্য লড়াই করছে। আমরা প্রথম ছয়ের জন্য। তাই একটা তফাত তো থাকবেই। অঙ্কের হিসাবে এখনও প্রথম ছয়ে শেষ করার সম্ভাবনা রয়েছে আমাদের।”

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস