Saturday, November 22, 2025

ব্রিগেড থেকেই ৪২ আসনে প্রার্থী ঘোষণা করবেন তৃণমূল সুপ্রিমো, যোগদান নিয়ে জোর জল্পনা

Date:

সব জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে জানিয়ে দেওয়া হল, ব্রিগেডে জনগর্জন সভা থেকে লোকসভার নির্বাচনের ৪২ আসনে প্রার্থী ঘোষণা করবেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) আনুষ্ঠানিকভাবে লোকসভা ভোটের প্রচার শুরু করে দেবেন। জল্পনা চলছিল বেশ কয়েকদিন ধরেই। রাজনৈতিক মহল বারবার দাবি করছিল, ব্রিগেডের ঐতিহাসিক সভা থেকেই লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভায় আরেক চমক থাকতে পারে তৃণমূলে যোগদান নিয়ে।

এবার প্রার্থী তালিকা চমক থাকে, নাকি পুরনোদের উপরেই আস্থা রাখবেন তৃণমূল সভানেত্রী (Mamata Banerjee)?  এই নিয়েই এখন তুমুল চর্চা রাজনৈতিক মহলে। পুরোনোদের দিকে পাল্লা ভারী? নাকি নতুনরা উঠে আসবেন এবারের লোকসভায় জোড়াফুল প্রতীকে লড়ার জন্য? সেদিকেই তাকিয়ে বাংলা।

পাশাপাশি সম্প্রতি দলবদল চলছেই। তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছেন প্রাক্তন বিধায়ক তাপস রায়। আবার বিচারপতির আসন ছেড়ে সোজা পদ্ম হাতে তুলে নিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই পরিস্থিতিতে বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী গিয়েছেন জোড়াফুলে। শনিবারে পদত্যাগ করেছেন জঙ্গলমহলের বিজেপি সাংসদ কুনার হেমব্রম। এদিনের মঞ্চ থেকে তিনি তৃণমূলে যোগ দিতে পারেন বলে জল্পনা। একইসঙ্গে জল্পনায় রয়েছে দিদি নাম্বার ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়. সৌরভ-ঘরণী ডোনা গঙ্গোপাধ্যায়-সহ বেশ কিছু হেভিওয়েটদের নাম। তালিকাতে বেশ কয়েকজন আমলাও থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। এখন প্রার্থী তালিকায় চমক থাকে না যোগদানে- সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।





Related articles

শিল্পতালুকে দূষণ নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ রাজ্য সরকারের, বসছে বিশেষ মনিটরিং ইউনিট

রাজ্যের শিল্পতালুকগুলিতে (Industrial Area) দূষণ নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিতে চলেছে । রাজ্য শিল্প উন্নয়ন নিগমের উদ্যোগে শিল্পপার্কগুলিতে প্রথমবার...

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা: মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা

গত প্রায় এক সপ্তাহ ধরে বঙ্গোপসাগরের উপর নিম্নচাপের মেঘ জমেছে। যার জেরে ইতিমধ্যেই বাংলায় ঢুকে পড়েছে প্রচুর পরিমাণ...

হেডের বিধ্বংসী ব্যাটিংয়ে ধূলিসাৎ ব্রিটিশদের বাজবল, ইডেনকেও ছাপিয়ে গেল পারথ

কয়েকদিন আগেই ইডেনে আড়াই দিনে টেস্ট ম্যাচের ফয়সালা হওয়া নিয়ে অনেক কথা হয়েছিল। কিন্তু ডনের দেশে টেস্ট শেষ...

বিশেষ দলকে সুবিধা দিতে নাম বাদের ষড়যন্ত্র! মৃত্যুর দায় এড়াতে পারে না কমিশন: নালিশ তৃণমূলের

SIR প্রক্রিয়ার চাপে মানুষের মৃত্যুর অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) দৃষ্টি আকর্ষণ করল  তৃণমূল (TMC)। শনিবার, রাজ্যের...
Exit mobile version