Thursday, August 28, 2025

ব্রিগেড থেকেই ৪২ আসনে প্রার্থী ঘোষণা করবেন তৃণমূল সুপ্রিমো, যোগদান নিয়ে জোর জল্পনা

Date:

সব জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে জানিয়ে দেওয়া হল, ব্রিগেডে জনগর্জন সভা থেকে লোকসভার নির্বাচনের ৪২ আসনে প্রার্থী ঘোষণা করবেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) আনুষ্ঠানিকভাবে লোকসভা ভোটের প্রচার শুরু করে দেবেন। জল্পনা চলছিল বেশ কয়েকদিন ধরেই। রাজনৈতিক মহল বারবার দাবি করছিল, ব্রিগেডের ঐতিহাসিক সভা থেকেই লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভায় আরেক চমক থাকতে পারে তৃণমূলে যোগদান নিয়ে।

এবার প্রার্থী তালিকা চমক থাকে, নাকি পুরনোদের উপরেই আস্থা রাখবেন তৃণমূল সভানেত্রী (Mamata Banerjee)?  এই নিয়েই এখন তুমুল চর্চা রাজনৈতিক মহলে। পুরোনোদের দিকে পাল্লা ভারী? নাকি নতুনরা উঠে আসবেন এবারের লোকসভায় জোড়াফুল প্রতীকে লড়ার জন্য? সেদিকেই তাকিয়ে বাংলা।

পাশাপাশি সম্প্রতি দলবদল চলছেই। তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছেন প্রাক্তন বিধায়ক তাপস রায়। আবার বিচারপতির আসন ছেড়ে সোজা পদ্ম হাতে তুলে নিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই পরিস্থিতিতে বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী গিয়েছেন জোড়াফুলে। শনিবারে পদত্যাগ করেছেন জঙ্গলমহলের বিজেপি সাংসদ কুনার হেমব্রম। এদিনের মঞ্চ থেকে তিনি তৃণমূলে যোগ দিতে পারেন বলে জল্পনা। একইসঙ্গে জল্পনায় রয়েছে দিদি নাম্বার ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়. সৌরভ-ঘরণী ডোনা গঙ্গোপাধ্যায়-সহ বেশ কিছু হেভিওয়েটদের নাম। তালিকাতে বেশ কয়েকজন আমলাও থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। এখন প্রার্থী তালিকায় চমক থাকে না যোগদানে- সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।





Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version