Saturday, November 8, 2025

নির্বাচনী বন্ড: কোন দল কার কাছে কত টাকা নিয়েছে? জানতে চান সুখেন্দুশেখর

Date:

লোকসভার ভোটের আগেই নির্বাচনী বন্ড নিয়ে ফের কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের। যাবতীয় তথ্য প্রকাশ্যে আনতে এসবিআইকে বাড়তি সময় দিল না সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ। আগামিকাল, মঙ্গলবারের মধ্যে নির্বাচনী বন্ড নিয়ে যাবতীয় তথ্য জাতীয় নির্বাচন কমিশনের হাতে তুলে দিতে হবে। গত ১৫ ফেব্রুয়ারি নির্বাচনী বন্ড ব্যবস্থাকে অসাংবিধানিক বলে ঘোষণা করেছিল সুপ্রিম কোর্ট। তারপরেই আদালত এসবিআইকে নির্দেশ দিয়েছিল, অবিলম্বে যেন ওই বন্ড দেওয়া বন্ধ করে তারা। সঙ্গে শীর্ষ আদালত নির্দেশ দেয়, ২০১৯-এর ১২ এপ্রিল থেকে এখনও পর্যন্ত নির্বাচনী বন্ড সংক্রান্ত যাবতীয় তথ্য ৬ মার্চের মধ্যে আদালতের কাছে তুলে দেবে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। কিন্তু ৬ মার্চের মধ্যে তথ্যপ্রকাশ করা সম্ভব নয় বলে অতিরিক্ত সময় চায় এসবিআই। নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আনতে আদালতের কাছে ৩০ জুন পর্যন্ত সময় চেয়েছিল স্টেট ব্যাঙ্ক। যা আজ, সোমবার খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ। এখানেই শেষ নয় সুপ্রিম কোর্টের নির্দেশ, এসবিআইয়ের কাছ থেকে যাবতীয় তথ্য পাওয়ার পর আগামী ১৫ মার্চ বিকেল পাঁচটার মধ্যে জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তা প্রকাশ করতে হবে।

এ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, “পুরো নির্দেশ শুনিনি। তবে যতটুকু খবর পেয়েছি, তাতে মহামান্য সুপ্রিম কোর্ট যদি নির্দেশ দিত, কোন দল গত ৫ বছরে কার কাছ থেকে কত টাকা নিয়েছে, সেটা প্রকাশ করতে হবে, তাহলে বিষয়টি মানুষের বুঝতে আরও সুবিধা হতো। কোন কোন শিল্পপতি কোন কোন দলকে কত টাকা দিয়েছেন, কেন দিয়েছেন সেটা উল্লেখ্য করতে বললে বাংলার মানুষ, দেশের মানুষ তা জানতে পারতেন, বুঝতে পারতেন। সুপ্রিম কোর্ট যখন নির্দেশ দিয়েছেন নির্বাচনী বন্ড অসাংবিধানিক, তখন সেটা মৃত। ফলে সেই মৃতদেহের পোস্টমর্টেম করে পুরোটাই সামনে আসলে ভালো হতো। ফলে যারা কোনও দলকে টাকা দিয়েছেন, তাঁরা কী সেই দলের কাছে বিনিময়ে কোনও বিশেষ সুবিধা পেয়েছেন। কিন্তু একজন সাধারণ নাগরিক হিসেবে আমার সেই প্রত্যাশা পূরণ হয়নি !”

Related articles

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

৮ নভেম্বর (শনিবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২০৭৫ ₹ ১২০৭৫০ ₹ খুচরো পাকা সোনা ১২১৩৫...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৮ নভেম্বর (শনিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

একলাফে বাড়ল বিহারের ভোট: ফায়দা কার? আশা দেখছে উভয়পক্ষ!

বিহারের বিধানসভা নির্বাচনের প্রথম দফা চমকে দিয়েছে নির্বাচন কমিশনকে। প্রথম দফার নির্বাচনে ভোটদানের হার এক লাফে এতটা বেড়েছে,...

এশিয়া মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দেশের জন্য সোনা জয় বাংলার মহিলা সিভিক ভলেন্টিয়ারের

আন্তর্জাতিক স্তরে দেশের নাম উজ্জ্বল করলেন বাংলার মহিলা সিভিক ভলেন্টিয়ার। ২২টি দেশকে টেক্কা দিয়ে আন্তর্জাতিক স্তরের জ্যাভলিন থ্রো...
Exit mobile version