Sunday, August 24, 2025

প্রার্থী তালিকা ঘোষণা দিকে দিকে দেওয়াল লিখন শুরু তৃণমূলের, হাত লাগলেন প্রার্থীরাও

Date:

এখনও লোকসভার দিনক্ষণ ঘোষণা হয়নি। দেওয়ালে দেওয়ালে চুনকাল করে দলের জোড়াফুল প্রতীক আঁকা ছিল আগে থেকেই। তবে প্রার্থীর নাম জানার অপেক্ষায় ছিলেন তৃণমূল কর্মী-সমর্থকরা। ব্রিগেডের মঞ্চ থেকে ৪২ আসনের তালিকা ঘোষণা হতেই আর সময় নষ্ট নয়। রং-তুলি হতে কোমর বেঁধে দেওয়াল লিখনে নেমে পড়ে ঘাসফুল শিবির। কোচবিহার থেকে কাকদ্বীপ, কলকাতা থেকে কালনা, রবিবার বিকেল থেকেই দেওয়ালে দেওয়ালে প্রার্থীর নামে প্রচার শুরু তৃণমুলের। কিছু কিছু জায়গায় আবার প্রার্থীরা কর্মী-সমর্থকদের সঙ্গে দেওয়াল লেখার কাজে হাত মেলালেন। যা উৎসাহ উদ্দীপনা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল।

রবিবার বিকেলেই যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের নামে শুরু হয়ে যায় দেওয়াল লিখন। রাজ্যের মন্ত্রী তথা অরূপ বিশ্বাসের তত্ত্বাবধানে প্রথমে বিজয়গঞ্জ এলাকা ও পরে যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদারের উপস্থিতিতে পাটুলি অঞ্চল এবং তারপর সোনারপুর উত্তরের বিধায়ক ফেরদৌসি বেগমের সঙ্গে দেওয়াল লিখন কর্মসূচিতে যোগ দেন সায়নী।

অন্যদিকে, পূর্ব মেদিনীপুরের কাঁথি লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে লড়াই করছেন পটাশপুর বিধানসভার বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। তাঁর নামেও কাঁথির বিভিন্ন জায়গায় দেওয়াল লিখন শুরু করেন তৃণমূল কর্মীসমর্থকরা। তমলুকে যুবনেতা দেবাংশু ভট্টাচার্যের নামেও শুরু হয় দেওয়াল লিখন। জেলার শহিদ মাতঙ্গিনী ব্লকের খারুই – ২ অঞ্চলে তৃণমূলের পক্ষ থেকে দেবাংশু ভট্টাচার্যের নামে দেওয়াল লিখন শুরু শুরু হয় রবিবার সন্ধ্যায়। প্রার্থী হিসেবে দেবাংশুকে পেয়ে উচ্ছ্বসিত তৃণমূল কর্মী সমর্থকরা ব্রিগেডের পর রবিবার সন্ধ্যা থেকেই শুরু যায় সাংসদ তথা প্রার্থীর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন। ২২ নম্বর রাজা মণিন্দ্র রোড এলাকায় নিজে হাতে দিলেন তুলির টান। লেখা, ‘সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে জয়যুক্ত করুন’। দক্ষিণ কলকাতা তৃণমূলের গড়। এবারও এই কেন্দ্রে প্রার্থী মালা রায়। সোমবার রাসবিহারী এলাকায় নিজে হাতে দেওয়াল লিখন দিয়ে প্রচার শুরু করবেন মালা রায়।

বালুরঘাট লোকসভা আসনে প্রার্থী করা হয়েছে বর্ষীয়ান নেতা, ভূমিপুত্র তথা ক্রেতাসুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্রকে। নাম ঘোষণা হতেই দলীয় কর্মী সমর্থকরা উল্লাসে মেতে ওঠেন। তড়িঘড়ি শুরু হয়ে যায় দেওয়াল লিখন। তপনের কসবা, স্কুল মোড়, থানা মোড় এলাকায় দেওয়াল লিখতে দেখা যায় তৃণমূল কর্মীদের।

আরও পড়ুন- Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...
Exit mobile version