Tuesday, November 11, 2025

লোকসভা ভোটের প্রাক্কালে দেশজুড়ে CAA বা সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর করল বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার (Government of India)। এই আবহে রাজ্যজুড়ে শান্তি বজায় রাখতে কড়া পদক্ষেপ নবান্নের(Nabanna)। সূত্রের খবর, রাজ্যের বিভিন্ন জায়গায় নির্বাচনী মিটিং মিছিল হচ্ছে, তাই কোথাও যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই সতর্ক থাকার বার্তা দিয়ে সব জেলাকে নির্দেশ পাঠিয়েছে নবান্ন। এসপি (SP) এবং সিপিদের সংবেদনশীল এলাকায় বিশেষ নজর রাখার নির্দেশ দিয়েছেন এডিজি আইনশৃঙ্খলা।

১১ মার্চ ২০২৪ দেশ জুড়ে চক্রান্তের নাগরিকত্ব আইন লাগু করল বিজেপি সরকার। রাত দশটায় লাগু হওয়ার সম্ভাবনা থাকলেও সন্ধ্যাতেই জারি হয়ে গেল বিজ্ঞপ্তি। আজ হাবড়ার সভা থেকে এই বিষয়ে তোপ দাগবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই সূত্রের খবর। তবে ভোটের আগে কেন্দ্রীয় সরকারের চক্রান্তের এই সিএএ নিয়ে যাতে কোনও রকমের অশান্তি না হয় সেদিকে সতর্ক নবান্ন। যারা এতদিন ধরে ভোট দিয়েছেন তাঁদের নাগরিকত্ব যাতে বাতিল না হয় সেই আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এর পাশাপাশি শান্তি বজায় রাখতে রাজ্য সরকারের সব এজেন্সির সঙ্গে যোগাযোগ স্থাপন করতে বলা হয়েছে । সূত্রের খবর, প্রয়োজন বুঝে অবিলম্বে ব্যবস্থা নিতে এবং কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের কোথাও যাতে শান্তি বিঘ্নিত না হয় সেই জন্য সমস্ত জেলাকে সতর্ক করা হয়েছে।CAA লাগু হওয়ার পর রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নবান্নে বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা। সোমের সন্ধ্যায় নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় আসা নাগরিকরা কীভাবে দেশের নাগরিকত্বের জন্য আবেদন করবেন সেই বিষয়ে নিয়ম প্রকাশিত হয়। পদ্ম সরকার প্রথমবার ক্ষমতায় আসার পরই প্রতিবেশী দেশ পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে ভারতে আসা অ-মুসলিম নাগরিকদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে। ২০১৯ সালে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় এসে তিন প্রতিবেশি দেশের অ-মুসলিম নাগরিকদের নাগরিকত্ব দেওয়ার বিল পাশ করে। রাষ্ট্রপতির স্বাক্ষরে তা আইনেও পরিণত হয় ২০১৯ সালে। তবে দেশের একাধিক রাজ্য এই আইন কার্যকর করার পথে বাধা হয়ে দাঁড়ায়। বাংলাও তার মধ্যে একটি রাজ্য যেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে এই আইনের বিরোধিতা করে এসেছেন। এবার লোকসভা ভোটের প্রাক্কালে চক্রান্ত করে এই আইন কার্যকরী করল মোদি সরকার।


Related articles

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...
Exit mobile version