Tuesday, November 11, 2025

চাপের মুখে ইলেক্টোরাল বন্ডের নথি পেশ SBI-এর, আটকাতে নির্লজ্জ চাল বিজেপির

Date:

সুপ্রিম কোর্ট সময় বেধে দেওয়ার পরদিনই ইলেক্টোরাল বন্ডের (Electoral Bonds) সব নথি পেশ করে ফেলল SBI! যে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক শেষ পর্যন্তও জানিয়েছিল তাদের পক্ষে সব তথ্য চারমাসের আগে দেওয়া সম্ভব না, তারাই সব তথ্য মাত্র ৮ দিনের ব্যবধানে দিয়ে দিল সর্বোচ্চ আদালতের চাপে। এবার পালা নির্বাচন কমিশনের। শুক্রবার বিকাল ৫টার সময় নিজেদের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করবে জাতীয় নির্বাচন কমিশন। যদিও এরপর প্রশ্ন উঠছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বিশ্বাসযোগ্যতা নিয়েও।

নির্বাচনী বন্ড নিয়ে প্রবল সমালোচনার মুখে দেশের সর্বোচ্চ আদালত SBI-কে অর্থনৈতিক আদান প্রদানের তথ্য প্রকাশ করার নির্দেশ দেয়। ৬ মার্চের সময়সীমা বেঁধে দেওয়া হয়। সেই নির্দেশের পর গোটা দেশকে অবাক করে সম্পূর্ণ ডিজিটাল (digitalised) এই ব্যাঙ্ক চার মাস সময় দাবি করে। সোমবার ফের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ মঙ্গলবার বিকাল ৫টার মধ্যে তথ্য প্রকাশের নির্দেশ দেন। তারপরেই চারমাস সময় দাবি করা ব্যাঙ্ক মাত্র একদিনে তথ্য পেশ করে দিল। এদিন বিকাল ৫টার মধ্যে সম্পূর্ণ তথ্যের প্রতিলিপি সুপ্রিম কোর্টে পেশ করা না হলেও নির্বাচন কমিশনের (Election Commission of India) দফতরে তথ্য পেশ করে দেয় বলে জানান কমিশনের মুখপাত্র।

তবে তার মধ্যে মঙ্গলবারই এই তথ্য প্রকাশ আটকাতে নির্লজ্জ চক্রান্তে নামে বিজেপি। সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের (Supreme Court Bar Association) সভাপতি আদিশ সি আগরওয়াল সুপ্রিম কোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ জারির জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে একটি লিখিত আবেদন করেন। দেশের সর্বোচ্চ বিচার স্তম্ভের নির্দেশকে কোনওভাবে আটকাতে না পেরে রাষ্ট্রপতির দ্বারস্থ হন বিজেপি প্রভাবিত বার অ্যাসোসিয়েশনের সভাপতি। এর আগেও কৃষক আন্দোলন রোখার জন্য সুপ্রিম কোর্টের প্রধানবিচারপতিকে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নেওয়ার জন্য আর্জি জানিয়েছিলেন, যা খারিজ হয়ে যায়।

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version