Thursday, August 28, 2025

বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ, নাম রয়েছে নিতিন গড়কড়ি, অনুরাগ ঠাকুরের

Date:

বুধবার দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। তালিকায় নাম রয়েছে দুই কেন্দ্রীয় মন্ত্রী তথা হরিয়ানার সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের। অন্যদিকে জল্পনার অবসান ঘটিয়ে প্রার্থী হলেন নিতিন গড়করিও। তালিকায় ৭২ জনের নাম থাকলেও বাংলা থেকে কোনও প্রার্থীর নাম প্রকাশ করা হয়নি এবার। সম্প্রতি বিজেপিতে যোগ দেওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও তাপস রায়কে কোথা থেকে প্রার্থী করা হবে, তা নিয়ে জোর চর্চা চললেও এখনও তাঁদের আসন নিশ্চিত করতে পারেনি বিজেপি, তা স্পষ্ট।

দেশের বেশ কিছু রাজ্যে এখনও আসন সমঝোতা জটে এনডিএ জোট। মঙ্গলবার অমিত শাহের হস্তক্ষেপে শিন্ডে পরিচালিত শিবসেনা ও শরদ পাওয়ারের এনসিপির সঙ্গে আসন সমঝোতা হয়। তারপরই বুধবার মহারাষ্ট্রের ২০ আসনে প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির। নাগপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন নিতিন গড়করি। মুম্বাই উত্তর থেকে প্রার্থী হয়েছেন কেন্দ্রের রেলমন্ত্রী পীযূষ গোয়েল।

মহারাষ্ট্র ছাড়াও গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, কর্ণাটক, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, ত্রিপুরা, উত্তরাখণ্ড ও কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলির ১ আসনের প্রার্থী ঘোষণা করা হয় এদিন। এর মধ্যে হিমাচল প্রদেশের হামিরপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মন্ত্রী অনুরাগ ঠাকুর। বিজেপি যুবমোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্যাঙ্গালুরু দক্ষিণ কেন্দ্র থেকে। প্রবীন বিজেপি নেতা প্রহ্লাদ যোশি প্রতিদ্বন্দ্বিতা করছেন কর্ণাটকের ধারওয়ার থেকে।

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version