Tuesday, December 16, 2025

নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটারের শিরোপা পেলেন রাচিন রবীন্দ্র

Date:

Share post:

নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার রিচার্ড হেডলি মেডেল জিতলেন রাচিন রবীন্দ্র। ২৪ বছর বয়সী এই বাঁহাতি অলরাউন্ডারই এখন বর্ষসেরা হওয়া সবচেয়ে কম বয়সী ক্রিকেটার। আর মেয়েদের ক্রিকেটে টানা দ্বিতীয় বছর বর্ষসেরা হয়েছেন অ্যামেলিয়া কার। এ ছাড়া টেস্টে কেইন উইলিয়ামসন, ওয়ানডেতে ড্যারিল মিচেল এবং টি-টোয়েন্টিতে মিচেল স্যান্টনার জিতেছেন বর্ষসেরার পুরস্কার।বুধবার ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

রবীন্দ্র নিউজিল্যান্ডের জার্সি প্রথম গায়ে তোলেন ২০২১ সালের নভেম্বরে। তবে আন্তর্জাতিক স্তরে সবচেয়ে বেশি নজর কাড়েন ২০২৩ সালে। অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে তিনটি সেঞ্চুরি, দুটি হাফ সেঞ্চুরি সহ করেন ৫৭৮ রান, যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে জানুয়ারিতে আইসিসি বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জেতেন রবীন্দ্র। সম্প্রতি ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজেও ছন্দে ছিলেন তিনি। মাউন্ট মঙ্গানুইয়ে নিজের প্রথম সেঞ্চুরিটি টেনে নেন ২৪০ রান পর্যন্ত, যা নিউজিল্যান্ডের কারও প্রথম সেঞ্চুরির সর্বোচ্চ রান।

মেয়েদের ক্রিকেটে কার সেরা হয়েছেন সীমিত ওভার ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করে। ২৩ বছর বয়সী এই অলরাউন্ডার বর্ষসেরার ডেবি হকলি মেডেলের পাশাপাশি বর্ষসেরা ওয়ানডে, বর্ষসেরা টি-টোয়েন্টি এবং বর্ষসেরা সুপার স্ম্যাশ নারী ক্রিকেটারের পুরস্কারও জিতেছেন। লেগ স্পিনিং অলরাউন্ডার কার ব্যাট হাতে ওয়ানডেতে দলগত সর্বোচ্চ ৫৪১ রান, টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ২৫২ রান করেন।

 

spot_img

Related articles

কমিশনের তালিকায় জীবিত কাউন্সিলর হলেন মৃত! প্রতিবাদ করলেন শ্মশানে গিয়ে

বেঁচে আছেন ডানকুনির তৃণমূল কংগ্রেস কাউন্সিলর (Trinamool Congress Councillor)। তবে তিনি মৃত নির্বাচন কমিশনের কাছে। মঙ্গলবার কমিশনের প্রকাশিত...

ভারতে ফিরেই বৃন্দাবনে বিরুষ্কা, দেখা করলেন কার সঙ্গে?

বছরের বেশির ভাগ সময়টা এখন লন্ডনেই থাকেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা(Virat Kohli-Anushka Sharma)। সেখানেই দুই সন্তানকে নিয়ে...

Messi-mess: নিরপেক্ষ তদন্তের স্বার্থে অরূপের পদত্যাগের ইচ্ছেকে সমর্থন মুখ্যমন্ত্রীর, ক্রীড়া দফতর থাকছে মমতার হাতে

নিরপেক্ষতা বজায় রাখতে যুবভারতীতে (VYBK) মেসির অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ক্রীড়ামন্ত্রী পদ থেকে অরূপ...

দেশে ফেরানো হল গোয়ার ‘অভিশপ্ত’ নৈশক্লাবের মালিক লুথরা ব্রাদার্সকে

থাইল্যান্ড থেকে ভারতে ফিরিয়ে আনা হল উত্তর গোয়ার (Goa) 'অভিশপ্ত' নৈশক্লাবের দুই মালিক—'লুথরা ব্রাদার্স' ওরফে সৌরভ ও গৌরব...