Monday, January 12, 2026

রেশন মামলায় জ্যোতিপ্রিয়র চিঠি আদালতে কেন পেশ করছে না ইডি ? প্রশ্ন আইনজীবীদের

Date:

Share post:

রেশন বন্টন মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছ থেকে পাওয়া একটি চিঠির সূত্রে গ্রেফতার হয়েছেন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য।‌ এছাড়াও এই চিঠিতে আরও অনেকের নাম রয়েছে বলে দাবি করেছে ইডি। কিন্তু, সেই চিঠিটি আদালতে পেশ করছে না ইডি। শুধু তাই নয় এই সংক্রান্ত নথিও দেওয়া হচ্ছে না। আদালতের কাছে এমনই অভিযোগ জানালেন অভিযুক্তদের আইনজীবীরা।

বিচারভবনের বিশেষ সিবিআই আদালতে মামলার শুনানি ছিল। তাতে ধৃত শঙ্কর আঢ্য এবং বিশ্বজিৎ দাসকে বিচার ভবনের এই সিবিআই আদালতে পেশ করা হয়। তাদের জামিনের আবেদন জানান আইনজীবীরা। তবে সেই আর্জি খারিজ করে দেন বিচারক। ইডি দাবি করেছে, এই চিঠিতে অনেক গুরুত্বপূর্ণ নাম রয়েছে। তাছাড়া গুরুত্বপূর্ণ তথ্যও রয়েছে এই চিঠিতে।

শঙ্করের আইনজীবীর দাবি , ইডি বলছে যে এই চিঠির সূত্রে নাকি তাঁর মক্কেলকে গ্রেফতার করা হয়েছে। অথচ সেই চিঠি কোনওভাবেই আদালতে পেশ করা হচ্ছে না। সেক্ষেত্রে ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবী। যদিও কেন সেই চিঠি এখনও পেশ করা হচ্ছে না সে বিষয়ে যুক্তি দেখান ইডির আইনজীবীরা। তাদের বক্তব্য, ওই চিঠিতে একাধিক নাম রয়েছে। কীভাবে রেশন দুর্নীতির টাকা কোথায় পাচার ও নেওয়া হয়েছে সেই বিষয়ে তথ্য রয়েছে। ফলে এই মুহূর্তে চিঠিটি প্রকাশ করলে সেক্ষেত্রে তদন্ত প্রক্রিয়া ব্যাপকভাবে ব্যহত হতে পারে। রেশন দুর্নীতিতে এই চিঠি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাতিয়ার বলে দাবি করেছে ইডি।

প্রসঙ্গত, গত ডিসেম্বর মাসে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকার সময় মেয়ে প্রিয়দর্শনী মল্লিককে একটি চিঠি হাতে ধরিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। যদিও সেই চিঠি নিয়ে যেতে পারেননি প্রিয়দর্শনী। কর্তব্যরত জওয়ানরা সেই চিঠি বাজেয়াপ্ত করে। এরপর জওয়ানরা সেই চিঠি ইডির আধিকারিকদের হাতে তুলে দেয়।
এদিন শঙ্কর অসুস্থ থাকায় তাকে জেল থেকেই ভার্চুয়ালি পেশ করা হয়। দুজনের আইনজীবী এদিন আদালতে জামিনের আবেদন জানান। তবে জামিনের বিরোধিতা করে ইডি।

 

 

spot_img

Related articles

স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে কাজের মধ্যেই শ্রদ্ধা: সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

তিনিই বলেছিলেন গীতাপাঠের চেয়ে ফুটবল খেলা ভালো। যার অন্তর্নিহিত অর্থ কর্মই অনেক বেশি কাঙ্খিত, ধর্মের আলোচনার থেকে। আর...

ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প: ট্রুথ হ্যান্ডেলে ঘোষণা করে দিলেন মার্কিন রাষ্ট্রপতি!

জোর করে দেশে ঢুকে অপহরণ করে নিয়ে গিয়েছেন দেশের রাষ্ট্রপতিকে। তার জন্য নিজের দেশের কংগ্রেসে প্রবল সমালোচিত। কংগ্রেস...

সাত সকালে আগুন: বাঘাযতীন স্টেশন লাগোয়া আগুনে সাময়িক বিপর্যস্ত ট্রেন পরিষেবা

শীতের সকালে ফের আগুন আতঙ্ক শহরের রেলস্টেশন লাগোয়া এলাকায়। শিয়ালদহ দক্ষিণ শাখার বাঘাযতীন স্টেশন লাগোয়া দোকানগুলিতে আগুন (shop...

প্রয়াত সমীর পুততুণ্ড, আন্দোলনের ‘সঙ্গী’কে হারিয়ে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মধ্যরাতে প্রয়াত পিডিএস নেতা সমীর পুততুণ্ড। দীর্ঘদিন রোগে শয্যাশায়ী ছিলেন তিনি। বাম আদর্শ নিয়ে রাজনীতি করলেও সিপিআইএম-এর (CPIM)...