Thursday, August 28, 2025

রেশন মামলায় জ্যোতিপ্রিয়র চিঠি আদালতে কেন পেশ করছে না ইডি ? প্রশ্ন আইনজীবীদের

Date:

Share post:

রেশন বন্টন মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছ থেকে পাওয়া একটি চিঠির সূত্রে গ্রেফতার হয়েছেন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য।‌ এছাড়াও এই চিঠিতে আরও অনেকের নাম রয়েছে বলে দাবি করেছে ইডি। কিন্তু, সেই চিঠিটি আদালতে পেশ করছে না ইডি। শুধু তাই নয় এই সংক্রান্ত নথিও দেওয়া হচ্ছে না। আদালতের কাছে এমনই অভিযোগ জানালেন অভিযুক্তদের আইনজীবীরা।

বিচারভবনের বিশেষ সিবিআই আদালতে মামলার শুনানি ছিল। তাতে ধৃত শঙ্কর আঢ্য এবং বিশ্বজিৎ দাসকে বিচার ভবনের এই সিবিআই আদালতে পেশ করা হয়। তাদের জামিনের আবেদন জানান আইনজীবীরা। তবে সেই আর্জি খারিজ করে দেন বিচারক। ইডি দাবি করেছে, এই চিঠিতে অনেক গুরুত্বপূর্ণ নাম রয়েছে। তাছাড়া গুরুত্বপূর্ণ তথ্যও রয়েছে এই চিঠিতে।

শঙ্করের আইনজীবীর দাবি , ইডি বলছে যে এই চিঠির সূত্রে নাকি তাঁর মক্কেলকে গ্রেফতার করা হয়েছে। অথচ সেই চিঠি কোনওভাবেই আদালতে পেশ করা হচ্ছে না। সেক্ষেত্রে ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবী। যদিও কেন সেই চিঠি এখনও পেশ করা হচ্ছে না সে বিষয়ে যুক্তি দেখান ইডির আইনজীবীরা। তাদের বক্তব্য, ওই চিঠিতে একাধিক নাম রয়েছে। কীভাবে রেশন দুর্নীতির টাকা কোথায় পাচার ও নেওয়া হয়েছে সেই বিষয়ে তথ্য রয়েছে। ফলে এই মুহূর্তে চিঠিটি প্রকাশ করলে সেক্ষেত্রে তদন্ত প্রক্রিয়া ব্যাপকভাবে ব্যহত হতে পারে। রেশন দুর্নীতিতে এই চিঠি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাতিয়ার বলে দাবি করেছে ইডি।

প্রসঙ্গত, গত ডিসেম্বর মাসে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকার সময় মেয়ে প্রিয়দর্শনী মল্লিককে একটি চিঠি হাতে ধরিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। যদিও সেই চিঠি নিয়ে যেতে পারেননি প্রিয়দর্শনী। কর্তব্যরত জওয়ানরা সেই চিঠি বাজেয়াপ্ত করে। এরপর জওয়ানরা সেই চিঠি ইডির আধিকারিকদের হাতে তুলে দেয়।
এদিন শঙ্কর অসুস্থ থাকায় তাকে জেল থেকেই ভার্চুয়ালি পেশ করা হয়। দুজনের আইনজীবী এদিন আদালতে জামিনের আবেদন জানান। তবে জামিনের বিরোধিতা করে ইডি।

 

 

spot_img

Related articles

মমতা-অভিষেকের পোস্টার হাতে জয় বাংলা স্লোগান, ভিড় বাড়ছে মেয়ো রোডে

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস (TMCP foundation day) উপলক্ষে সকাল থেকে শহরের সব পথ মিশেছে মেয়ো রোডের রাস্তায়।...

জম্মু-কাশ্মীরের বান্দিপোরায় সেনার সঙ্গে গুলির লড়াই, মৃত ২ জঙ্গি!

বৃহস্পতির সকাল থেকেই ভূস্বর্গে সেনা-জঙ্গির লড়াই। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করতেই বান্দিপোরায় দুই জঙ্গিকে খতম করল...

TMCP-র প্রতিষ্ঠা দিবসের জাতীয়তাবাদী অভিনন্দন মমতার, নতুন সংকল্পে এগিয়ে যাওয়ার আহ্বান অভিষেকের 

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস (TMCP Foundation Day)। গান্ধী মূর্তির পাদদেশে আয়োজিত অনুষ্ঠানে সকাল থেকেই ভিড় করতে...

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেগা সমাবেশ, শহরে ঢল পড়ুয়াদের

বৃহস্পতিবার সকাল থেকে মহানগরীর রাস্তায় ছাত্র-ছাত্রীদের ভিড়, সকলের গন্তব্য গান্ধী মূর্তির পাদদেশ। আজ তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা...