Saturday, August 23, 2025

রঞ্জিট্রফি চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই। এদিন বিদর্ভকে হারিয়েছে ১৬৯ রানে। এই জয়ের ফলে ৮ বছর পর ফের রঞ্জি চ্যাম্পিয়ন হয়েছে অজিঙ্কে রাহানের দল। শেষ বার ২০১৫-১৬ মরশুমে রঞ্জি জিতেছিল মুম্বই। এই জয়ের ফলে ৪২তম ট্রফি ঢুকে মুম্বইয়ের সাজঘরে। যা রঞ্জির ইতিহাসে সব থেকে বেশি। আর এই রঞ্জি জয়ের ফলে দ্বিগুণ পুরস্কার পাচ্ছেন অজিঙ্কে রাহানেরা।

আট বছরের খরা কাটিয়ে এবছর রঞ্জি ট্রফি জিতেছে মুম্বই। পুরস্কারমূল্য হিসাবে ৫ কোটি টাকা পেয়েছেন তাঁরা। মুম্বই ক্রিকেট সংস্থা দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের জন্য আরও ৫ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে। ক্রিকেটারদের উৎসাহ দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান হয়েছে। এই নিয়ে মুম্বই ক্রিকেট সংস্থার সচিব অজিঙ্কে নায়েক জানিয়েছেন, রঞ্জিতে দল ভাল খেলায় তাই এই পুরস্কার দেওয়া হচ্ছে। এই নিয়ে একটি বিবৃতিতে তারা জানিয়েছে, “মুম্বই ক্রিকেট সংস্থার সভাপতি অমোল কালে ও অ্যাপেক্স কাউন্সিল এই সিদ্ধান্ত নিয়েছেন। মুম্বইয়ের রঞ্জি জয়ী দলকে পুরস্কার হিসাবে আরও ৫ কোটি টাকা দেওয়া হবে। এই বছর মুম্বই সাতটি ট্রফি জিতেছে। ভারতের ঘরোয়া সব ক’টি প্রতিযোগিতার নক আউটে খেলেছে। সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।“

এদিকে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মুম্বই দলের কোচ ওঙ্কার সালভি। এই সিদ্ধান্ত নিয়ে তিনি বলেন, “ক্রিকেটারেরা এখন খেলার বাইরে অন্য কোনও সংস্থার সঙ্গে যুক্ত থাকার সময় একেবারেই পায় না। ফলে অনেকেই আর্থিক সমস্যায় পড়ে। মুম্বই সংস্থা ক্রিকেটারদের আর্থিক দিকটা দেখছে। এই ধরনের সাহায্য করলে ক্রিকেটারেরা শুধু খেলার দিকেই মন দিতে পারবে। এতে রাজ্য সংস্থা ও সর্বোপরি ভারতীয় ক্রিকেটের লাভ হবে।”

আরও পড়ুন- মাঠেই নিজের প্রেমিককে বিয়ের প্রস্তাব বিশ্বের প্রথম ঘোষিত স.মকামী ফুটবলারের

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version