Thursday, December 4, 2025

জুন মালিয়ার সমর্থনে আজ বেলদায় ‘জনগর্জন’ সভা অভিষেকের, উপস্থিত থাকতে পারেন দেবও

Date:

Share post:

শনিবার দুপুরেই লোকসভা নির্বাচনের (Loksabha Election) দিনক্ষণ ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন (Election Commission of India)। আর ঠিক সেই সময় পশ্চিম মেদিনীপুরে (West Midnapore) “জনগর্জন” সভা করতে চলেছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন বেলদা স্টেডিয়ামে বেলা তিনটে নাগাদ তৃণমূলের তারকা প্রার্থী জুন মালিয়ার (June Malia) সমর্থনে সভা করবেন অভিষেক। পঞ্চায়েত নির্বাচনের আগেও প্রচার করতে পশ্চিম মেদিনীপুরে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তবে এদিনের সভা থেকে অভিষেক কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে রয়েছেন জেলার কর্মী সমর্থকরা। তৃণমূল সূত্রে খবর, এদিনের সভায় উপস্থিত থাকতে পারেন ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী (Deepak Adhikary)।

ইতিমধ্যেই সভাস্থল পরিদর্শন করেছেন মেদিনীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া, নারায়ণগড়ের বিধায়ক সূর্য অট্ট, রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ সিংহ সহ জেলা নেতৃত্ব। প্রশাসনিক আধিকারিকদের সঙ্গেও নারায়ণগড় বিডিও অফিসে বৈঠকও করেছেন মেদিনীপুরের প্রার্থী। জুন মালিয়া বলেন, “১৬ মার্চ আমাদের দলের সেনাপতি অভিষেক আসছেন। আমার হয়ে প্রচার করবেন তিনি।”

এদিকে জুন মালিয়ার সমর্থনে এদিনের সভায় অভিষেক যে বাংলার প্রতি কেন্দ্রের মোদি সরকারের বঞ্চনার কথাই তুলে ধরবেন তা স্পষ্ট করে দিয়েছেন মন্ত্রী শশী পাঁজা। তিনি বলেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ দিয়ে বলেছিলেন কেন্দ্র ১০০ দিনের কাজ ও আবাস প্রকল্পে টাকা দেয়নি। এ নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি করেছিলেন। বিজেপি যুব নেতৃত্বকে পাঠানোর দাবি করলেও এখন কেউ আসেনি। সুতরাং চ্যালেঞ্জ বেলদার সভাতেও থাকবে।’’ অন্যদিকে এদিনের সভায় লক্ষাধিক মানুষের জময়েতের টার্গেট নিয়েছে তৃণমূল। জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, দীর্ঘদিন পর ফের জেলায় আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বার্তা শুনতে মুখিয়ে রয়েছেন জেলার নেতাকর্মীরা।

 

spot_img

Related articles

পাওয়ার কোচের প্রস্তাব শুনে হন অবাক, নতুন দায়িত্ব প্রসঙ্গে কী বলছেন রাসেল?

কয়েকদিন আগেই আইপিএল থেকে অবসর নিয়েছেন আন্দ্রে রাসেল(Andre Russell)। তবে কেকেআর শিবিরে তাঁকে দেখা যাবে পাওয়ার কোচ হিসাবে।...

“এখনও নিজের নাম তালিকায় তুলিনি”! এনুমারেশন ফর্ম ফিল আপ নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী

বাংলাজুড়ে SIR-এর কাজ চলছে। এনুমারেশন ফর্ম বিতরণ শেষ। এবার শুরু হয়েছে সার্ভারে আপলোডের কাজ। একদিকে প্রথম থেকেই কাজের...

সহ্য় হয় না নিজের থেকে সুন্দরদের! হরিয়ানার তরুণীর রোষের শিকার সন্তান-সহ ৪ শিশু

বিয়ে বাড়ির ভিতরেই ৬ বছরের ভাইঝিকে জলে ডুবিয়ে খুনের অভিযোগ তরুণীর বিরুদ্ধে৷ হরিয়ানার (Haryana) পানিপথের ঘটনার তদন্তে নেমে...

বিজয় হাজারের সঙ্গে খেলতে চান মুস্তাক আলিও! রোহিতের লক্ষ্য কি টি২০-তে প্রত্যাবর্তন?

টি২০ আন্তজার্তিক থেকে অবসর নেওয়ার পরও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে(Syed Mushtaq Ali Trophy) খেলতে চলেছেন রোহিত শর্মা(Rohit Sharma)।...