Monday, May 19, 2025

এবারেও ব্রাত্য জম্মু- কাশ্মীর! ভূস্বর্গে হচ্ছে না বিধানসভা ভোট

Date:

Share post:

দেশ জুড়ে লোকসভা ও বিধানসভা ভোটের (Loksabha & Assembly Election Schedule)নির্ঘণ্ট ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন (National Election Commission)। ১৯ এপ্রিল শুরু হবে এবারের নির্বাচন, চলবে ১জুন পর্যন্ত। এবার ৭ দফায় হবে নির্বাচন। লোকসভা নির্বাচনের সঙ্গেই সিকিম, ওড়িশা, অরুণাচল প্রদেশ ও অন্ধ্রপ্রদেশেও বিধানসভা ভোট। কিন্তু এই তালিকায় আয়তনের হিসেবে দেশের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম নেই। প্রায় এক দশক পরেও জম্মু – কাশ্মীরে বিধানসভা ভোটের (Jammu Kashmir Assembly Election)কোনও ঘোষণা নেই। ২০১৪ সালের নভেম্বর-ডিসেম্বরে শেষ বার বিধানসভা ভোট হয়েছিল অবিভক্ত জম্মু ও কাশ্মীর রাজ্যে। এরপর ২০১৯ সালে কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ করে মোদি সরকার (Modi Government)। ফলে জম্মু ও কাশ্মীর বিশেষ অধিকার এবং রাজ্যের মর্যাদা হারায়। গত ডিসেম্বরে সুপ্রিম কোর্ট মোদি সরকারের সিদ্ধান্তে অনুমোদন দেওয়ার পরেই সেখানে বিধানসভা নির্বাচন করানোর ইঙ্গিত দেওয়া হয়েছিল। কিন্তু আজ রাজীব কুমারের ঘোষণায় সেইরকম কিছুই জানানো হল না। যদিও জম্মু ও কাশ্মীরের ৫টি এবং লাদাখের ১টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে বলে জানিয়েছে কমিশন।

ডিলিমিটেশন কমিশন-এর রিপোর্টের ভিত্তিতে গত বছর কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা আসনসংখ্যা ৮৩ থেকে বাড়িয়ে ৯০ করা হয়েছিল । সাতটি আসনের মধ্যে ৬টি বেড়েছে জম্মুতে এবং কাশ্মীরে ১টি আসন বাড়ানো হয়েছে। এরপরই কাশ্মীরের তুলনায় জম্মুতে আসন বাড়ানো নিয়ে বিতর্ক হয়। নতুন ব্যবস্থায় জম্মু-কাশ্মীরে যে পাঁচটি লোকসভা কেন্দ্র রয়েছে, তার প্রত্যেকটিতে ১৮টি করে বিধানসভা কেন্দ্র থাকছে। যদিও ১০ বছরেও ভূস্বর্গে বিধানসভা ভোট করে ওঠা গেল না।

spot_img

Related articles

বাংলাদেশকে হারিয়ে অনুর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়ন ভারত

রুদ্ধশ্বাস লড়াইয়ে বাংলাদেশকে হারিয়ে অনুর্দ্ব-১৯ সাফকাপ(U-19 SAFF CUP) চ্যাম্পিয়ন ভারত। পেনাল্টিতে বাংলাদেশকে ৪-৩ গোলে হারাল মেন ইন ব্লুজ...

রাম-রাম রাজনীতির বোঁড়ে অভয়ার বাবা-মা! আচমকাই হাজির শিক্ষক আন্দোলন মঞ্চে

রাজ্য সরকার অপরাধীকে গ্রেফতার করে তার সর্বোচ্চ শাস্তির পথ সুগম করেছিল। আদালতে বিচারাধীন এই মামলা এখনও বিচার দিতে...

খুশির আবহ দার্জিলিং চিড়িয়াখানায় ! দুটি স্নো লেপার্ড শাবকের জন্ম দিল “রের”

সুখবর দার্জিলিংয়ের পদ্মজা নাইডু চিড়িয়াখানা থেকে। স্নো-লেপার্ড ‘রের’ এবং ‘নামকা’-র ঘরে এসেছে নতুন অতিথি। ১৩ মে রাতে ওই...

বীর সেনাদের প্রতি শ্রদ্ধা! তৃণমূলের শহিদতর্পণ কর্মসূচির দ্বিতীয় দিনে ব্যাপক সাড়া রাজ্যে 

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে দেশের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা ও শহিদদের আত্মার শান্তি কামনায় রাজ্যজুড়ে পালিত হল তৃণমূল...