Thursday, January 22, 2026

দেড় ঘণ্টায় পৌঁছবেন সিকিম, চলতি মাসেই ফের শুরু বিমান পরিষেবা

Date:

Share post:

গরমের ছুটিতে যারা সিকিম যাওয়ার জন্য মনস্থির করেছেন বা ভাবনাচিন্তা করছেন, তাদের জন্য সুখবর। প্রায় ৬ মাস বন্ধ থাকার পর ফের চালু হচ্ছে সিকিমের বিমান পরিষেবা। আবারও সরাসরি বিমান পরিষেবা চালু হতে চলেছে সিকিমের পাকিয়াং (Pakyong) বিমানবন্দরে। কলকাতা-সিকিম ও দিল্লি-সিকিমের মধ্যে চলবে এই বিমান। সব ঠিকঠাক থাকলে ৩১ মার্চ থেকেই শুরু হয়ে যাবে এই বিমান পরিষেবা।

গরমকালে যারা সিকিম বেড়াতে যেতে চান তাঁদের আর শিলিগুড়িতে নামতে হবে না। সরাসরি কলকাতা থেকে বেসরকারি বিমান সংস্থার বিমানে চলে যেতে পারবেন সিকিম। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার (AAI) তরফে জানা গিয়েছে, কলকাতা থেকে সিকিম পর্যন্ত প্রত্যেকদিন বিমান চললেও, দিল্লি থেকে সিকিম পর্যন্ত সপ্তাহে পাঁচ দিন চলবে বিমান। ৭৮ আসন বিশিষ্ট দুটি বিমান চালাবে স্পাইস জেট (Spice Jet)।

সকাল ৮টা ৫ মিনিটে কলকাতা থেকে উড়বে এই বিমান। ৯টা ৩৫ মিনিটে সিকিমের পাকিয়াং বিমানবন্দরে পৌঁছবে। আবার বেলা ১০টা ৩০ মিনিটে পাকিয়াং থেকে ছেড়ে দুপুর ১২টা ১০ মিনিটে কলকাতা পৌঁছবে ওই বিমান। অন্যদিকে, দিল্লি থেকে সকাল ৯টা ৪৫ মিনিটে ছেড়ে সিকিমে পৌঁছাবে দুপুর ১২টা ৪০ মিনিটে। আবার দুপুর ১টা ১০ মিনিটে সিকিম থেকে ছেড়ে দিল্লি বিমানবন্দরে বিকেল ৪টা ১০ মিনিটে পৌঁছবে ওই বিমান। পরিবর্তী সময়ে পরিষেবা আরও বাড়ানো হতে পারে বলে জানানো হয়েছে।

এর আগে ২০১৮ সালে এই রুটে বিমান পরিষেবা চালু করেছিল স্পাইস জেট। অক্টোবরে সিকিমে বিরাট প্রাকৃতিক বিপর্যয়ে ভেঙে পড়ে গোটা এলাকার জনজীবন। পাকিয়াং-এর বিমানবন্দরটি পাহাড়ের ওপরে হলেও ভূমিকম্পের জেরে তার গার্ডওয়াল ভেঙে পড়ে। সিকিমের পরিস্থিতি ছয়মাসে অনেকটাই স্বাভাবিক। বিমানবন্দরকেও আবার আগের পরিস্থিতিতে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। এবার তাই বিমান পরিবহনের সিদ্ধান্ত নেওয়া হয় এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া-র তরফে।

spot_img

Related articles

গ্রিনল্যান্ড নিয়ে শীঘ্রই চুক্তি! ‘আনন্দে’ ইউরোপীয় দেশগুলির উপর থেকে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের

গ্রিনল্যান্ড ইস্যুতে সম্প্রতি ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, নেদারল্যান্ড এবং ফিনল্যান্ডের পণ্যের উপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক...

বৃহস্পতিতে বেপাত্তা শীত! সরস্বতী পুজোয় উষ্ণতার ছোঁয়া দক্ষিণবঙ্গে

একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্যে উধাও শীতের (Winter Spell) দাপুটে ইনিংস। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে,...

আজ ৪৯-তম কলকাতা বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী, অক্ষরের মহোৎসব ঘিরে উন্মাদনা তুঙ্গে

বসন্ত পঞ্চমীর প্রাক-লগ্নে বই প্রেমীদের মহোৎসবের সূচনা হতে চলেছে সল্টলেক সেন্ট্রাল পার্কের বইমেলা প্রাঙ্গণে। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে...

ব্লু লাইনে ব্যাহত পরিষেবা, বৃহস্পতির সকালে ভাঙা পথে চলছে মেট্রো 

সাতসকালে মেট্রো বিভ্রাট। রবীন্দ্রসদন থেকে রবীন্দ্র সরোবর স্টেশন (Rabindra Station to Rabindra Sarovar) পর্যন্ত পরিষেবা বন্ধ, দক্ষিণেশ্বর থেকে...