Wednesday, November 12, 2025

 “বিশ্বাসের সঙ্গে দায়িত্ব পালন করব”: নয়া পদে দায়িত্ব পেয়েই মুখ্যমন্ত্রীকে অঙ্গীকার দেবাশিসের

Date:

তাপস রায়ের (Tapas Roy) ছেড়ে যাওয়া পদে এবার দায়িত্ব নিতে চলেছেন দেবাশিস কুমার (Debashis Kumar)। সূত্রের খবর, বিধানসভায় (Assembly) সরকার পক্ষের উপ মুখ্যসচেতক (Deputy Chief Whip) হিসাবে দায়িত্ব নিচ্ছেন দেবাশিস কুমার। বরাহনগরের বিধায়ক তাপস রায় সম্প্রতি পদত্যাগ করায় ওই পদ শূন্য ছিল। সেই পদেই এবার দায়িত্ব পাচ্ছেন রাসবিহারী (Rasbihari) কেন্দ্রের বিধায়ককে নিযুক্ত করা হবে বলে তৃণমূল সূত্রে খবর। ইতিমধ্যেই বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়র (Biman Banerjee) কাছে নতুন উপ মুখ্যসচেতকের নাম প্রস্তাব আকারে পাঠিয়ে দেওয়া হয়েছে। অধ্যক্ষের আনুষ্ঠানিক অনুমোদন পেলেই সরকার পক্ষের নতুন উপমুখ্য সচেতক হিসেবে কাজ শুরু করবেন দেবাশিস।

এদিকে দায়িত্ব পাওয়ার পরই রাসবিহারীর বিধায়ক জানান, “মুখ্যমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি বিশ্বাসের সঙ্গে এই দায়িত্ব পালন করব”। গত বৃহস্পতিবার সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তি উদ্বোধনে যাওয়ার আগে নবান্ন থেকে দেবাশিসকে ফোন করে নিজেই এখবর জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে মুখ্যমন্ত্রী যখন একডালিয়ায় যান সেই সময় তাঁকে প্রণাম করে আর্শীবাদ প্রার্থনা করতে দেখা যায় রাসবিহারীর বিধায়ককে। এ প্রসঙ্গে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ইতিমধ্যে তিনি উপ মুখ্যসচেতক পদে দেবাশিস কুমারের নাম পেয়েছেন। তিনি আরও জানান, “দেবাশিস অত্যন্ত ভালো এবং নম্র বিধায়ক, সবাইকে নিয়ে দক্ষতার সঙ্গে কাজ করবেন”।

পাশাপাশি তাঁকে সহকর্মী হিসাবে পেয়ে খুশি তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষও। খবর পেয়েই ফোন করে দেবাশিসকে শুভেচ্ছা জানান তিনি। বিধায়ক ছাড়াও মেয়র পারিষদ পদেও রয়েছেন দেবাশিস। এছাড়া কলকাতা জেলা তৃণমূলের সভাপতিও তিনি। সূত্রের খবর, আগামী বুধবার বিধানসভায় স্ট্যান্ডিং কমিটির বৈঠক। ওই দিনই নয়া দায়িত্ব বুঝে নেবেন তিনি। তবে এখনই নয় জানা গিয়েছে লোকসভা ভোট শেষ হওয়ার পর তিনি ওই নতুন পদে কাজ শুরু করবেন।

Related articles

এখনও গুটখা-তামাকযুক্ত পান মশলা বিক্রি নিষিদ্ধ বাংলায়, মেয়াদ চলবে কতদিন

আরও এক বছর গুটখা ও তামাকযুক্ত পান মশলা (Pan Masala) বিক্রির নিষেধাজ্ঞা পশ্চিমবঙ্গে (West Banegal)। গত ৭ নভেম্বর...

কেন হাসপাতালে ভর্তি হতে হল, ছাড়া পেতেই নিজেই জানালেন গোবিন্দা

বুধের ভোরে ব্রেকিং নিউজ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলিউড অভিনেতা গোবিন্দা (Govinda)। কয়েক ঘন্টা পর্যবেক্ষণে রাখার পর তাঁকে...

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কান্দিতে চাঞ্চল্য, দগ্ধ ৬

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে (Gas Cylinder Blast) ভয়ানক দুর্ঘটনা মুর্শিদাবাদের কান্দিতে (Kandi Murshidabad)। বুধবার, রান্নার সময় আচমকা গ্যাস সিলিন্ডার...

KIFF: গাধার নীরব দৃষ্টি দিয়ে মানুষের আত্মার প্রতিবিম্ব দেখাল পোল্যান্ডের ছবি ‘ইও’ 

তারিখ মিলিয়ে ফিল্ম ফেস্টিভ্যালের (KIFF 2025) সপ্তম দিন হলেও চলচ্চিত্র উৎসব আবহে নন্দন-রবীন্দ্র সদন চত্বরে আজ যেন নবমীর...
Exit mobile version