Saturday, November 8, 2025

নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ান: অভিজিৎকে ‘সুপরামর্শ’ কুণালের

Date:

বিচারপতি থাকার সময়ও বিতর্কিত। পদত্যাগ করেও সমালোচিত। নির্বাচনে হেরে আর ‘মুখ পোড়াবেন’ না- অভিজিৎ গঙ্গোপাধ্যা য়কে (Abhijit Ganguli) ‘সুপরামর্শ’ দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। রবিবার, সকালে নিজের এক্স হ্যান্ডেলে এই প্রসঙ্গে পোস্ট করেন কুণাল। শনিবার, তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী কুণাল বলেন, এই আসনে তৃণমূলই (TMC) জিতবে। তার পরে তৃণমূল নেতার সংযোজন, “আসলে যার হাত ধরে আপনি বিজেপিতে এসেছেন, সেই শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) আপনাকে ভোটে জিততে দেবে না।”

শনিবারের সভায় শুভেন্দুকে নিশানা করে অভিজিৎ গঙ্গোপাধ্যারকে (Abhijit Ganguli) উদ্দেশ করে তৃণমূলের প্রাক্তন সাংসদের বলেন, “আসলে যার হাত ধরে আপনি বিজেপিতে এসেছেন, সেই শুভেন্দু অধিকারী আপনাকে ভোটে জিততে দেবে না।” কারণ হিসেবে কুণালের মত, “আপনি কেন, বিজেপিতে অন্যে কোনও নেতাকে প্রতিষ্ঠিত হতে দেবে না ও।”

এদিন সকালে এক্স হ্যান্ডেলে প্রাক্তন বিচারপতির উদ্দেশে কুণাল লেখেন,
”পরিচয় থাকার সুবাদে একটি অনুরোধ। আপনি বিচারপতি থাকাকালীন বিতর্কিত। ইস্তফা দিয়ে প্রশ্নের মুখে। বিজেপিতে গিয়ে সমালোচিত। অনুরোধ, এখনও সময় আছে, ওদের বলে দিন, প্রার্থী হবেন না। তমলুকে তৃণমূল জিতবে। দুমাস পর আপনার সব সম্মান নষ্ট হবে।”

বিজেপিতে (BJP) যোগ দেওয়ার পর থেকেই জল্পনা ছড়িয়েছে তমলুক আসনে ভোটে দাঁড়াচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে দলের সুবক্তা ও স্যোশাল মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত নেতা দেবাংশুকে। দেবাংশুর সমর্থনে কুণাল শনিবার বলেন, “ভোট গণনার পর তো আপনি হেরে যাবেন। তাই আপনাকে অনুরোধ, এখনও সময় আছে বিজেপি নেতৃত্বকে জানিয়ে দিন যে, আপনি ভোটে দাঁড়াবেন না।” শুভেন্দু আক্রমণ করে তৃণমূলের প্রাক্তন সাংসদের বলেন, “যে আপনাকে তমলুক নিয়ে যাচ্ছে, সেও আপনাকে হারাবে। তার দলে অন্য বড় নাম সে সহ্য করতে পারে না, বাড়তে দেবে না। এখনও সময় আছে, আপনি নির্বাচনী ময়দান থেকে সরে থাকুন। পরাজয়ের দিনটি দেখা বড় কঠিন।”




Related articles

Exclusive: শুধু সংসারের নয়, গাড়ির স্টিয়ারিং হাতে নিন নারী: বার্তা কলকাতার মহিলা ক্যাব চালকের

জয়িতা মৌলিক গাড়ির স্টিয়ারিং-এ মহিলা। মহানগরীর রাজপথে একেবারেই বিরল নয়। তবে, সেই গাড়ি যদি হয় WB05-8198 নম্বরের অ্যাপ ক্যাব?...

পার্লামেন্ট-ফোবিয়া: শীতকালীন অধিবেশনের সময় কমিয়ে দেওয়ায় তোপ তৃণমূলের

শনিবার ঘোষণা হয়েছে সংসদের শীতকালীন অধিবেশনের। সংসদীয় মন্ত্রী জানিয়েছেন ১ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

৮ নভেম্বর (শনিবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২০৭৫ ₹ ১২০৭৫০ ₹ খুচরো পাকা সোনা ১২১৩৫...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৮ নভেম্বর (শনিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...
Exit mobile version