Sunday, August 24, 2025

৮-১১-র বেশি প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছে না! সোমে তালিকা প্রকাশ প্রদেশ কংগ্রেসের

Date:

প্রথমে বিজেপি, তারপর তৃণমূল (TMC)। নয় নয় কে বামেরাও লোকসভা ভোটের ১৬জনের প্রার্থীর নাম প্রকাশ করেছে। কিন্তু লোকসভার নির্বাচনের (Lokshabha Election) দিন ঘোষণা হয়ে যাওয়ার পরেও এখনও বাংলার প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেননি প্রদেশ নেতৃত্ব। সোমবার, প্রথমদফার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে কংগ্রেস (Congress)। তবে, সূত্রের খবর, ৮ থেকে ১১টার বেশি আসনে প্রার্থী দিতে পারছে না হাত শিবির।

৪২টি আসনেই অভিনবভাবে ভাবে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। ২২টি কেন্দ্রে প্রার্থী দিয়েছে বিজেপিও। যদিও তার মধ্যে আসানসোলের বিজেপি প্রার্থী পবন সিং সরে দাঁড়িয়েছেন। বামেরাও প্রথম পর্যায়ে ১৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। রবিবার, দ্বিতীয়দফায় প্রার্থী ঘোষণার সম্ভাবনা। দু’দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেছে কংগ্রেসের হাইকম্যান্ড। কিন্তু এখনও বিধানভবনে লোকসভা ভোটের হাওয়া লাগেনি। সূত্রের খবর, বামেদের সঙ্গেই দফায় দফায় বৈঠক চলছে হাত শিবিরে। আসনরফা চূড়ান্ত করে তবে, প্রার্থী তালিকা ঘোষণা করবে।

সূত্রের খবর, বহরমপুর থেকেই লড়বেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adir Ranjan Chowdhury)।
কলকাতা উত্তরে প্রার্থী হতে পারেন প্রদীপ ভট্টাচার্য। শোনা যাচ্ছে সুমন পালের নামও।
রায়গঞ্জ থেকে লড়তে পারেন ইমরান আলি রামজ ভিক্টর
পুরুলিয়া থেকে লড়তে পারেন নেপাল মাহাত
দার্জিলিং (Darjeeling) থেকে প্রার্থী হতে পারেন বিনয় তামাং। পাশাপাশি শঙ্কর মালাকারের নামও শোনা।
মালদহ দক্ষিণ থেকে লড়তে পারেন গণি-পরিবারের সদস্য ইশা খান চৌধুরী
মালদহ উত্তরের প্রার্থী হতে পারেন আলম মোস্তাক

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই বহরমপুরের প্রার্থী ইউসুফ পাঠানকে নিয়ে কটাক্ষ করেছেন অধীর। সেই থেকেই স্পষ্ট, নিজের কেন্দ্র থেকেই লড়বেন তিনি। তবে, লড়াইটা কঠিন হবে সেটা বুঝতে পেরেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। বিনয় তামাং বিভিন্ন দল ঘুরে এখন কংগ্রেসে। পাহাড়ে তার উপরে বাজি রাখতে চাইছেন কংগ্রেস নেতৃত্ব। তবে, দার্জিলিং পাহাড়ে বিনয় পছন্দ হলেও, সমতলের দীর্ঘদিনের কংগ্রেস নেতা শঙ্কর মালাকারকেও প্রার্থী করতে পারে হাত শিবির। দক্ষিণ মালদহ (Maldah Dakshin) লোকসভা আসনে কংগ্রেস সাংসদ (Congress MP) আবু হাসেম খান চৌধুরির (ডালু) (Abu Hasem Khan Choudhury) পুত্র ইশা খান চৌধুরি। কিন্তু দীর্ঘদিন অসুস্থা থাকায় এবার লড়তে চান না ডালু। এর আগে লড়েও অবশ্য জিততে পারেননি ইশা। মালদহে এবার গণি খানের পরিবারের কাউকে টিকিট দেয়নি তৃণমূল। সেই কারণে ফের ইশা খান চৌধুরিকে দাঁড় করিয়ে ভোট টানতে চাইছে কংগ্রেস।




Related articles

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...
Exit mobile version