লোকসভা নির্বাচনকে (Lokshava Election 2024) সামনে রেখে রাজভবনে একটি নতুন পোর্টাল চালু হল। রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose) আজ এই নতুন পোর্টালের উদ্বোধন করেন।[email protected] ঠিকানার ওই পোর্টালের মাধ্যমে রাজ্যের নাগরিকরা ভোট সংক্রান্ত বিষয় নিজেদের পরামর্শ ও অভিযোগ জানাতে পারবেন বলে রাজভবনের তরফে জানানো হয়েছে। সমস্ত অভিযোগের দ্রুত নিষ্পত্তিরও আশ্বাস দেওয়া হয়েছে রাজভবনের তরফে।

উল্লেখ্য পঞ্চায়েত নির্বাচনের আগেও রাজভবনে সাধারণ মানুষের অভিযোগ জানানোর জন্য একটি পিস রুম চালু করা হয়েছিল। এবার লোকসভা ভোটকে সামনে রেখে নতুন পোর্টাল চালু করা হলো। রাজ্যপাল আগেই জানিয়েছেন লোকসভা ভোটের দিনগুলিতে তিনি রাস্তায় থেকে ভোট পর্ব অবাধ ও শান্তিপূর্ণ রাখার চেষ্টা করবেন। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের অভাব অভিযোগের মীমাংসা করবেন।

আরও পড়ুন- ব্রিগেডের পর এবার দক্ষিণ দিনাজপুর, জনগর্জন সভায় প্রচারে ঝড় তুলবেন অভিষেক
