Saturday, May 3, 2025

গার্ডেনরিচ কাণ্ড: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই গ্রেফতার প্রমোটার ওয়াসিম

Date:

Share post:

রবিবার মাঝরাত থেকে এখনও গার্ডেনরিচের ফতেপুর ব্যানার্জি বাগান লেনের ভেঙে পড়া বহুতলের ধ্বংসস্তূপে উদ্ধারকাজ চলছে। নিচে যাঁরা আটকে, তাঁদের স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস বজায় রাখতে জল ও অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। আশঙ্কার বিষয়, ধ্বংসস্তূপে আটকে পড়া ৪ জনের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। নতুন করে কোনও প্রাণহানি রুখতে উদ্ধারকারী দল দ্রুততার সঙ্গে কাজ চালাচ্ছে।

অসুস্থ শরীর নিয়েও সোমবার সকালেই দুর্ঘটনাস্থল ঘুরে দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানান, নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। তবে এই ঘটনার জন্য যারা দোষী, তাদেরও রেয়াত করা হবে না। মুখ্যমন্ত্রী জানান, ঘিঞ্জি এলাকায় বেআইনি নির্মাণের জন্য এই দুর্ঘটনা। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই পুলিশ তৎপরতা শুরু করে। ইতিমধ্যে প্রোমোটারদের একজনকে গ্রেফতার করা হয়েছে। তার নাম মহম্মদ ওয়াসিম বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

বহুতল বেআইনিভাবে নির্মাণ করা হচ্ছিল এই কথা মেনে নিয়ে মেয়র জানিয়েছেন, “এ সব এলাকায় বাম আমল থেকে বেআইনি নির্মাণ চলছে। কারণ, সে সময়ে প্রশাসনের কাছ থেকে নির্মাণের অনুমতি পাওয়া যেত না। অনুমতি জোগাড় করতে অনেক হেনস্থা হতে হত। বিএলআরও অফিসে গিয়ে পায়ের চটি ক্ষয়ে যেত। তাই প্রোমোটারেরা বেআইনি নির্মাণের পথে হাঁটতেন। আমরা আসার পর এই কাজ অনেক সহজ করে দিয়েছি। তা-ও কেন কিছু কিছু লোক বেআইনি নির্মাণ করছেন, জানি না।”

আরও পড়ুন- আজ দক্ষিণ দিনাজপুরে ‘জনগর্জন’ সভা! প্রার্থী বিপ্লবের সমর্থনে প্রচারে ঝড় তুলবেন অভিষেক

spot_img

Related articles

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...