Monday, August 25, 2025

আজ দক্ষিণ দিনাজপুরে ‘জনগর্জন’ সভা! প্রার্থী বিপ্লবের সমর্থনে প্রচারে ঝড় তুলবেন অভিষেক

Date:

জলপাইগুড়ির (Jalpaiguri) ময়নাগুড়ি ও পশ্চিম মেদিনীপুরের বেলদার পর সোমবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর (Gangarampur) ভাসতে চলেছে জনস্রোতে। আজই গঙ্গারামপুরে জনগর্জন সভায় উপস্থিত থাকবেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দক্ষিণ দিনাজপুরে জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে এই জনগর্জন (Jana Garjan) সভা হচ্ছে গঙ্গারামপুর স্টেডিয়ামে। এই সভা থেকেই প্রার্থী বিপ্লব মিত্রের নির্বাচনী প্রচারে ঝড় তুলবে তৃণমূল। পাশাপাশি এদিন বাংলা-বিরোধীদের বিসর্জন দিয়ে তৃণমূলের অধিকার অর্জনের বার্তা দেবেন অভিষেক।

লোকসভা নির্বাচনকে সামনে রেখে টানা প্রচার শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলা সফর শুরু করেছেন। ইতিমধ্যে জেলায় দুটি জনগর্জন সভা করে ফেলেছেন তিনি। ২০ মার্চ বসিরহাটে সভা করবেন অভিষেক। পূর্ব বর্ধমানে তাঁর সভা হবে ২২ মার্চ। অভিষেক প্রতিটি সভা থেকেই প্রধানমন্ত্রীর মিথ্যে গ্যারান্টির ভিডিও দেখিয়ে বিজেপিকে বিঁধছেন। সেইসঙ্গে জনতার কাছে তিনি প্রশ্ন ছুঁড়ে দিচ্ছেন, তাঁরা কী চান, মোদির জিরো ওয়ারেন্টির মিথ্যে গ্যারান্টি, নাকি দিদির কাজের ওয়ারেন্টি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলার একশো দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনা, সড়ক যোজনা-সহ নানা প্রকল্পে বাংলাকে বঞ্চিত করছে, তা নিয়ে বিজেপিকে দ্ব্যর্থহীন ভাষায় চ্যালেঞ্জ ছোঁড়েন অভিষেক।

গত ১০ মার্চ ব্রিগেডের সভা থেকে বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে বিপ্লব মিত্রের নাম ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিপ্লবের দাবি, ‘‘অভিষেকের সভা ঘিরে উদ্দীপনা তৈরি হয়েছে। গঙ্গারামপুরে রেকর্ড সংখ্যক লোকের সমাবেশ হবে।’’

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version