Thursday, December 18, 2025

যেমন বেটা, তেমন বাপ! মুখ্যমন্ত্রীর আঘাত নিয়ে শিশিরের বিতর্কিত মন্তব্যের কড়া প্রতিক্রিয়া তৃণমূলের

Date:

Share post:

সম্প্রতি বাড়িতে পড়ে গিয়ে গুরুতর চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সৌজন্যের নজির রেখে দলমত নির্বিশেষে মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন সকলেই। ব্যতিক্রমী ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মাতৃসম মুখ্যমন্ত্রীর চোট নিয়ে কুরুচিকর ভাষা ও অশালীন অঙ্গভঙ্গি করেছিলেন শুভেন্দু।

যেমন বেটা, তেমন বাপ! ছেলে শুভেন্দুর পথেই হেঁটেই মমতা মুখ্যমন্ত্রীর চোট নিয়ে বিতর্কিত মন্তব্য করেন শিশির অধিকারী। বিজেপির প্রচারে শিশিরের আলটপকা মন্তব্য, বিধানসভা ভোটের আগে বিরুলিয়ায় যদি সত্যি শুভেন্দুর হামলায় মমতা জখম হয়ে থাকেন, তাহলে তিনি বাঁচতেনই না। শিশিরের কথায়, “ভোট এলেই অঙ্গে আঘাত হয়। বিধানসভা ভোটের আগে বললেন নন্দীগ্রামের বিরুলিয়াতে পায়ে মেরে দিল শুভেন্দু। শুভেন্দু মারলে বাঁচবে না কেউ। সেটা আমরা চোখে দেখেছি নন্দীগ্রামে।” তাঁর এমন মন্তব্য নিয়ে নিন্দায় সরব হয়েছে তৃণমূল।

বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়ে তৃণমূল কংগ্রেস অফিসিয়াল এক্স হ্যান্ডেলে লিখেছে, “সাংসদ শিশির অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহাস করে তাঁর ছেলের পথ অনুসরণ করেছেন। অদ্ভুত গর্বের সঙ্গে তিনি পরামর্শ দিলেন যে যদি তার ছেলে শুভেন্দু অধিকারী এবং তার সহযোগীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করত, তাহলে তিনি বাঁচতে পারতেন না।” শিশির অধিকারীর একন বক্তব্যের ভিডিওটিও এক্স হ্যান্ডেলে শেয়ার করে তৃণমূল। সেই ভিডিও পোস্ট করে নির্বাচন কমিশনকে ট্যাগ করে তাদের দৃষ্টি আকর্ষণও করা হয়।

এখানেই শেষ নয়। অধিকারী পরিবারকে কটাক্ষ করে তৃণমূলের বলছে, “অহংকার ও নিষ্ঠুরতার এই ঘৃণ্য প্রদর্শন অধিকারী প্রাইভেট লিমিটেডের প্রতিফলন ঘটায়।’ বিষয়টি নির্বাচন কমিশনের গুরুত্ব সহকারে দেখা উচিত বলেও মত তৃণমূলের। তাঁদের বক্তব্য, এই ধরনের ভয় দেখানোর কাজগুলি নির্বাচন কমিশনের নজরে পড়া উচিত৷ এই ধরনের আচরণের নিন্দা করার জন্য তাঁদের দ্রুত এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়া অপরিহার্য।

 

 

spot_img

Related articles

নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধ্যার পর...

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...