Saturday, November 29, 2025

রুফটপ অতীত, এবার সেরা ডিনারে চলুন মহাকাশে; সুযোগ লাইভস্ট্রিমিংয়েরও

Date:

Share post:

ছুটির দিনে বা কোনও উপলক্ষে এখন রেস্তোঁরায় গিয়ে খাওয়া দাওয়াই সবার পছন্দ। অনলাইনে সেরা রেস্তোঁরা বাছাই করে যারা হাত পাকিয়ে ফেলেছেন, এবার তাঁদের নতুন গন্তব্য হতেই পারে মহাকাশ। টাকা দিয়ে বুক করলেই ছয়ঘণ্টার হাইটেক মহাকাশ বেলুনে (high-tech space balloon) বসে উপভোগ করা যাবে ডিনার। বিশ্বের পঞ্চম জনপ্রিয় রেস্তোঁরার সর্বশ্রেষ্ঠ ড্যানিস রাঁধুনির রান্না উপভোগ করারও সুযোগ পাওয়া যাবে ২০২৫ থেকে, জানাচ্ছে বিলাশবহুল মহাকাশ সফর সংস্থা স্পেস ভিআইপি (SpaceVIP)।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে মহাকাশে সফর করানো সংস্থা স্পেস ভিআইপি জানাচ্ছে মূলত বায়ুমণ্ডলের স্ট্যাটোস্ফিয়ারে (stratosphere) হাইটেক স্পেস বেলুনে রেস্তোঁরা খোলার পরিকল্পনার কথা জানাচ্ছে। ছয়ঘণ্টার সফরে অতিথিরা পৃথিবীর বুকে সূর্যোদয় দেখার সুযোগ পাবেন। ভূপৃষ্ঠ থেকে ১ লক্ষ ফুট উচ্চতায় তাঁরা অবস্থান করবেন। সেই সঙ্গে পাবেন বিনামূল্যে উন্নত ওয়াইফাই (Wi-fi) ব্যবহারের সুযোগ। যার ফলে সেখানে বসেই গোটা সফরের লাইভ স্ট্রিমও (livestream) করতে পারবেন।

তবে মহাকাশ সফর বলে উত্তেজনায় খাবার নিয়ে অভিযোগ করারও সুযোগ রাখছে না মহাকাশ সফর করানো সংস্থা। বিশ্বের পঞ্চম স্থানে থাকা ডেনমার্কের রেস্তোঁরা অ্যালকেমিস্টের রাঁধুনি ব়্যাসমাস মাঙ্ক (Rasmus Munk) এখনও এই সফরের মেনু ঠিক করে উঠতে পারেননি। তবে যা পরিবেশন করবেন তা যেন এই সফরের মতই অসাধারণ কিছু হয়, সেটাই তাঁর প্রচেষ্টা থাকবে বলে জানান।

প্রথম সফরের খরচ পড়বে প্রতি টিকিটের জন্য ৫ লক্ষ মার্কিন ডলার। এই ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই বহু মানুষ সংস্থার দফতরে আবেদনের জন্য খোঁজ শুরু করেন। এই পরিমাণ দাম দিয়েও প্রথম সফরের সাক্ষী থাকতে পারবেন এরকম বেশ কিছু মানুষের শারীরিক পরীক্ষার ব্যবস্থাও করা হচ্ছে। তবে পরবর্তী সফরে টিকিটের দাম যাতে কিছুটা কমানো যায় তার ভাবনাও রয়েছে বলে জানায় স্পেশ ভিআইপি সংস্থা।

spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...