স্বাস্থ্য প্রকল্পে অনলাইনে নাম নথিভুক্তকরণের সময়সীমা বাড়াল রাজ্য

রাজ্য সরকারি কর্মী ও পেনশন প্রাপকদের স্বাস্থ্য প্রকল্পের সুবিধা দিতে অনলাইনে নাম নথিভুক্তির সময়সীমা বাড়াল রাজ্য। আগে এই সময়সীমা ছিল ৩১ জানুয়ারি। দ্বিতীয় পর্যায়ে ১ লা এপ্রিল থেকে আরও এক দফা নাম নথিভুক্তকরণের সুযোগ মিলবে বলে রাজ্যের অর্থ দফতর নির্দেশিকা জারি করেছে।

নির্দেশিকায় অর্থদফতর জানিয়েছে, এখনও অনেক কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মী আবেদন করে উঠতে পারেননি। তা‌ই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ১ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না-দেওয়া পর্যন্ত নাম নথিভবুক্তিকরণের প্রক্রিয়া চালিয়ে যাওয়া হবে। সরকারি স্বাস্থ্য প্রকল্প থেকে যাঁরা পরবর্তীকালে বেরিয়ে এসেছিলেন তাঁদের নতুন করে অনলাইনে নাম নথিভুক্ত করার জন্যও ১ এপ্রিল থেকে ২০২৫-এর ৩১ মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

সরকারি স্বাস্থ্য প্রকল্পে নাম নথিভুক্ত না-থাকলে মাসিক বেতন বা পেনশনের সঙ্গে নির্দিষ্ট হারে চিকিৎসা ভাতা পাওয়া যায়। স্বাস্থ্য প্রকল্পে নথিভুক্ত কর্মীদের মধ্যে যাঁদের কাছে ম্যানুয়াল কার্ড আছে, তাঁদের নাম অনলাইনে ফের নথিভুক্ত করে ডিজিটাল সার্টিফিকেট নিতে বলা হয়েছে। এজন্য আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ডিজিটাল সার্টিফিকেটে ওই সময়ের মধ্যে আধার নম্বরও দিতে হবে। এটা করতে হবে সরকারি কর্মী ও পেনশন প্রাপকদের নথিভুক্ত পরিবারের সদস্যদের। স্বাস্থ্য প্রকল্পের সুবিধা প্রাপকদের এখন চিকিৎসা খরচের বিল অনলাইনে পেশ করতে হয়। কিন্তু অনলাইনে নথিভুক্ত নন এমন অনেক সুবিধা প্রাপক ম্যানুয়াল বিল পেশ করেছেন। সেগুলির নিষ্পত্তির সময়সীমা আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত করা হয়েছে। তবে ২০২২ সালের ১ জুলাইয়ের আগে চিকিৎসা হলে তবেই এক্ষেত্রে আবেদন করা যাবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন- বালুরঘাটে নির্বাচনী প্রচারে ঝো.ড়ো ব্যাটিং অভিষেকের, জনতার উপচে পড়া উচ্ছ্বাস