আইপিএল-এ কলকাতার হয়ে নেতৃত্ব দিতে চান রোহিত, ভাইরাল ভিডিও

একটি সাক্ষাৎকারে রোহিত শর্মাকে প্রশ্ন করা হয়েছিল, আইপিএলের অন্য কোন দলকে নেতৃত্ব দিতে চান? জবাবে রোহিত বলেন, ‘‘ইডেন গার্ডেন্স আমার প্রিয় মাঠ।

কলকাতা নাইট রাইডার্সের হয়ে নেতৃত্ব দিতে চান রোহিত শর্মা। একটি সাক্ষাৎকারে এমনটাই বললেন মুম্বই ইন্ডিয়ান্স ক্রিকেটার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রোহিতের একটি পুরোনো সাক্ষাৎকারের ভিডিও, যেখানে দেখা যাচ্ছে রোহিত বলছেন তিনি কেকেআরে নেতৃত্ব দিতে চান।

একটি সাক্ষাৎকারে রোহিত শর্মাকে প্রশ্ন করা হয়েছিল, আইপিএলের অন্য কোন দলকে নেতৃত্ব দিতে চান? জবাবে রোহিত বলেন, ‘‘ইডেন গার্ডেন্স আমার প্রিয় মাঠ। আমার ক্রিকেটজীবনের অনেক ঘটনা সেখানেই ঘটেছে। তাই নেতৃত্ব দিতে হলে আমি কেকেআরকে বেছে নেব।’’ এই সাক্ষাৎকারটি অবশ্য নতুন নয়। কয়েক বছর আগের। তখন মুম্বইয়ের অধিনায়ক ছিলেন রোহিত। সেই সাক্ষাৎকারের ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে আইপিএলের আগে।

সম্প্রতি মুম্বইয়ের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে রোহিত শর্মাকে। মুম্বইয়ের নতুন অধিনায়ক করা হয়েছে হার্দিক পান্ডিয়াকে। আর এরপরই শোনা যাচ্ছে, মহেন্দ্র সিং ধোনি অবসর নেওয়ার পর রোহিতকে অধিনায়ক হিসাবে নিতে পারেন সিএসকে কর্তৃপক্ষ। আগামী বছর নতুন করে নিলাম হওয়ার কথা আইপিএলের। স্বাভাবিক ভাবেই সব ফ্র্যাঞ্চাইজি নতুন করে দল গঠন করবে। সেসময় রোহিতও দল পরিবর্তন করতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে।

আরও পড়ুন-আইপিএল-এর প্রথম ম্যাচে নামার আগেই বিরাট প্রশংসায় ফ্যাফ