Thursday, December 25, 2025

বুধে বসিরহাটে অভিষেকের জনগর্জন সভা, তুমুল উদ্দীপনা কর্মী-সমর্থকদের মধ্যে

Date:

Share post:

দোল পূর্ণিমার আগেই বাংলার বঞ্চনার বিরুদ্ধে জনগর্জন দিকে দিকে ছড়িয়ে দিতে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ জনসভা করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বুধবার, দুপুর ২টোয় উত্তর ২৪পরগনার বসিরহাটে দলীয় প্রার্থী হাজি নুরুল ইসলামের (Nurul Islam) সমর্থনে জনগর্জন সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

এখনও পর্যন্ত জলপাইগুড়ি, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুরে জনগর্জন সভা করেছেন অভিষেক। এই তিন জায়গার মঞ্চ থেকেই বাংলাকে কত টাকা আবাস ও ১০০দিনের কাজে কত টাকা দিয়েছে মোদি সরকার- তা নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন অভিষেক।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অপেক্ষায় প্রহর গুনছে বসিরহাট (Basirhat)। বসিরহাট বিএসএসএ-এর মাঠে জনগর্জন সভা। আকাশ পথে সভাস্থলে আসবেন অভিষেক (Abhishek Banerjee)। সভাস্থলের পাশেই হাইস্কুল মাঠে হেলিপ্যাড তৈরি হয়েছে। তার সভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। কর্মীদের মধ্যেও উদ্দীপনা তুঙ্গে। লোকসভার ভোট যুদ্ধের আগে বসিরহাটে এসে দলের কর্মীদের রণকৌশল নিয়ে কী নির্দেশ দেন সেই দিকেই তাকিয়ে গোটা উত্তর ২৪ পরগনা।

সম্প্রতি সন্দেশখালিকাণ্ডকে ইস্যু করে রাজ্য রাজনীতিতে জলঘোলার খেলায় নেমেছে বিরোধীরা। যদিও রাজ্য প্রশাসনের তৎপরতায় দ্রুতই স্বাভাবিক ছন্দে ফিরেছে সন্দেশখালি। তবে, এখনও এলাকায় গিয়ে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। এই পরিস্থিতি বসিরহাটে পা রাখছেন অভিষেক। হাজি নুরুলকে প্রার্থী করে বসিরহাট লোকসভায় লড়াইয়ে নামবে তৃণমূল। বসিরহাট লোকসভার মধ্যেই পড়ে সন্দেশখালি। বসিরহাটের সভায় সন্দেশখালি নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কোনও বার্তা দেন কি না- সেটাও দেখার।




spot_img

Related articles

বিশ্বকাপ জিতিয়েও খেলরত্নে ব্রাত্য হরমনপ্রীত-স্মৃতি, প্রশ্নের মুখে বিসিসিআইয়ের ভূমিকা

অর্জুনের মতোই খেলরত্নের (Khel Ratna Awarded ) তালিকায় নাম নেই কোনও ক্রিকেটারের। কিন্তু চলতি বছরেই ভারতীয় মহিলা ক্রিকেট...

ইকো পার্ক থেকে চিড়িয়াখানা, বড়দিনে শহর জুড়ে বিনোদন পার্কে উপচে পড়া ভিড়

ক্রিসমাসের আনন্দে (Christmas Celebration) মেতে উঠেছে বাংলা। জেলা থেকে রাজ্য সর্বত্র একই ছবি। শীতকালীন উৎসবের মরশুমে কলকাতার বিনোদন...

কনিষ্ঠকন্যার পর আগুনে ঝলসে মৃত্যু বিএনপি নেতার জ্যেষ্ঠকন্যারও

দিন কয়েক আগে বাংলাদেশে (Bangladesh) উন্মত্ত জনতার রোষে আগুনে ঝলসে মৃত্যু হয় বিএনপি নেতার সাত বছরের শিশুকন্যার। বুধবার...

পার্ক স্ট্রিটকে টক্কর দিঘার! বড়দিনে আলো আর লেজার শো-তে জমজমাট সৈকত শহর

বড়দিন মানেই আনন্দ। পার্ক স্ট্রিটের (Park Street) আলোকসজ্জা। পিকনিক। চিড়িয়াখানায় হুল্লোড়। তবে এবার তিলোত্তমাকে (Kolkata) রীতিমতো টক্কর দিচ্ছে...