Friday, August 22, 2025

১) মেয়েদের আইপিএল-এ চ্যাম্পিয়ন হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে উইমেন্স প্রিমিয়ার লিগের খেতাব ঘরে তোলে স্মৃতি মান্ধনার দল। আর জয়ের পরই শুভেচ্ছা বার্তায় ভেসে যায় গোটা দল। আরসিবিকে শুভেচ্ছা জানান প্রাক্তন মালিক বিজয় মালিয়া। পলাতক এই শিল্পপতি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর জিততেই স্মৃতি মান্ধানা রিচা ঘোষদের শুভেচ্ছা জানান। একই সঙ্গে আগাম বার্তা দেন বিরাট কোহলিদের।

২) সদ্য যোগ দিয়েছেন কলকাতা নাইট রাইডার্স শিবিরে। য়ার শিবিরে যোগ দিতেই শ্রেয়স আইয়রের কাছে এল তিন বিশেষ শর্ত। রঞ্জিট্রফির ফাইনালে শেষের দিনে শ্রেয়স ফের চোট পান বলে জানা যায়। এরই মধ্যে জল্পনা ওঠে আসন্ন আইপিএল খেলতে পারবেন কিনা তা নিয়ে। তবে তারই মধ্যে শনিবার কেকেআর শিবিরে যোগ দেন শ্রেয়স। আর এবার তার খেলার ওপর এল বিশেষ শর্ত।

৩) দীর্ঘ প্রতিক্ষার অবসানের পর ভারতীয় টেস্ট দলে সুযোগ পান সরফরাজ খান। আর সুযোগ পেয়েই নিজের জাত চিনিয়েছেন তিনি। পেয়েছেন সাফল্য। আর সাফল্য পেয়েই কৃতজ্ঞতা জানালেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বললেন, এমন মানুষ আমি জীবনে দেখিনি।

৪) বিসিসিআই সদ্য নির্দেশিকা জারি করেছে আন্তর্জাতিক সূচি এবং চোট না থাকলে প্রথম শ্রেণির ক্রিকেট খেলতেই হবে জাতীয় দলের ক্রিকেটারদের।এছাড়াও টেস্ট ক্রিকেটকে তুলে ধরতে নয়া উদ্যোগ নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর বিসিসিআইয়ের এই নির্দেশে আপত্তি ভারতী দলের তারকা বোলার রবিচন্দ্রন অশ্বিনের। অশ্বিনের কথায়, জাতীয় দলের খেলা না থাকলে একজন ক্রিকেটারকে প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে বাধ্য করতে পারে না বিসিসিআই।

৫) হাতে আর মাত্র কয়েকদিন , তারপরই শুরু ২০২৪ আইপিএল । প্রথম ম্যাচে মুখোমুখি চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর এই ম্যাচে নামার আগে সতীর্থ বিরাট কোহলিকে নিয়ে মুখ খুললেন আরসিবি অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি। আইপিএলের আগে আবার কোহলির সঙ্গে নিজের রসায়ন নিয়ে মুখ খুললেন ফ্যাফ । বেঙ্গালুরুর অধিনায়ক জানালেন, কোহলির সঙ্গে সাফল্যের অন্যতম কারণ হল মাঠ এবং মাঠের বাইরে ভাল সম্পর্ক।

আরও পড়ুন- Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

বেনজির! সাংবাদিক বৈঠক ছাড়াই জয়েন্টের মেধা তালিকা প্রকাশ, সফলদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বেনজির। নির্ধারিত সময়ের আগেই সাংবাদিক বৈঠক ছাড়াই ফল প্রকাশ করল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। শুক্রবার, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই...

রাজনীতি করতে বাংলায় ‘পর্যটক’ মোদির আগমনে প্রধানমন্ত্রীকে ৫ প্রশ্ন তৃণমূলের

ছাব্বিশের ভোটের (WB Assembly Election) কথা মাথায় রেখে নির্বাচন পূর্ববর্তী 'নাটক' করতে বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করেছে বিজেপির...

আজ দুপুরেই জয়েন্টের ফল: হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে জানাল শীর্ষ আদালত, নয়া মেধাতালিকা প্রকাশও

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে স্থগিতাদেশ...

গায়ক থেকে পরিচালক, নওয়াজউদ্দিনকে নিয়ে শান্তিনিকেতনে শ্যুটিং অরিজিতের!

রেকর্ডিং ফ্লোর থেকে স্টেজ, কণ্ঠের জাদুতে হিমাচলের মন জয় করার পর এবার ক্ল্যাপস্টিক হাতে চমকে দিলেন অরিজিৎ সিং...
Exit mobile version