Thursday, August 21, 2025

দেব-হিরণের বাকযুদ্ধে “তারকা” কেন্দ্র ঘাটালে জমে উঠেছে ভোটের প্রচার

Date:

Share post:

এবার লোকসভা নির্বাচনে বাংলার ৪২টি আসনের মধ্যে অন্যতম নজরকাড়া কেন্দ্র পশ্চিম মেদনীপুরের ঘাটাল। এই কেন্দ্রে মুখোমুখি টলিউডের দুই তারকা অভিনেতা দেব ও হিরণ। তবে বিনোদন জগতের হলেও দু’জনের সংসদীয় রাজনীতিতে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। দু’জনেই নির্বাচিত জনপ্রতিনিধি। দেব ঘাটালে দু’বারের তৃণমূল সাংসদ। এবারও জোড়াফুল প্রতীকে লড়ছেন তিনি। অন্যদিকে, হিরণ খড়গপুর সদর কেন্দ্রের বিজেপি বিধায়ক। পুরভোটে কাউন্সিলরও হয়েছেন তিনি। তাই ঘাটালে দেবের বিরুদ্ধে পদ্ম শিবির হিরণেই আস্থা রেখেছে।

নাম ঘোষণার পর থেকেই ঘাটালে প্রচারে নেমে পড়েছেন দেব ও হিরণ। জমে উঠেছে দুই তারকার বাকযুদ্ধ। আক্রমণের শুরুটা অবশ হয়েছে হিরণের দিক থেকেই। প্রথমে পাত্তা না দিলেও ধীরে ধীরে মুখ খুলছেন দেবও। দেবের প্রশ্ন, তিন বছর ধরে হিরণ খড়গপুর সদরের বিধায়ক। দু’ বছরের কাউন্সিলর। অথচ এতদিন ধরে তিনি কী করেছেন খড়্গপুরের মানুষের জন্য? কতবার তাঁকে দেখা গিয়েছে খড়্গপুরের মানুষের পাশে? হিরণের পাল্টা খোঁচা, ‘উনি তো ৯০ ভাগ সময় শ্যুটিংয়েই ব্যস্ত থাকেন। লোকসভায় উপস্থিতির হার মাত্র ১১ শতাংশ!’

ব্যক্তি আক্রমণ করতে গিয়ে হিরণ বলেন, দেব গোরু চুরির টাকা তোলেন, ৩০ শতাংশ কাটমানি নেন। প্রচারে গিয়ে দেবকে খোঁচা দিতে ‘তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই’ গানের কলিও শোনা গিয়েছে হিরণের মুখে। পাল্টা দেব বলেন, ‘আমার মনে হয় উনি আমাকে ভালোবাসেন। উনি মনে করেন যে, আমাকে আক্রমণ করলে ওঁর গ্রহণযোগ্যতা বাড়বে। কিন্তু ঘাটালে এসব চলে না। এভাবে ভোট পাওয়া যায় না।’

 

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...