Monday, August 25, 2025

বিতর্কিত মন্তব্যের জেরে তথাগত রায়ের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ মতুয়াদের

Date:

নাগরিকত্ব দেওয়ার আগে পুরুষদের যৌনাঙ্গ পরীক্ষার দাবি তুলেছিলেন প্রাক্তন বিজেপি নেতা তথাগত রায়। তাঁর এহেন মন্তব্য মতুয়া ধর্মাবলম্বীদের জন্য ‘অপমানজনক’, এই অভিযোগ তুলে মঙ্গলবার বিজেপি নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাল মতুয়ারা।মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ লেক ভিউ রোডে তথাগতর বাড়ি অভিযান করল মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিরা।এদিন তারা জানায়, বিভিন্ন আইনের প্রসঙ্গ তুলে জিজ্ঞেস করেন কোথায় এই পুরুষাঙ্গ পরীক্ষার কথা লেখা আছে? তথাগত শিক্ষিত হয়েও বাঙালি সমাজের ক্ষতি করছেন বলেও তোপ দাগেন তাঁরা।

মতুয়াদের প্রতিনিধি তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর বলেন, বিজেপির প্রবীণ নেতা তথাগত রায় যেভাবে শারীরিক পরীক্ষার নিদান দিয়েছেন, তা শালীনতার সমস্ত সীমা লঙ্ঘন করে গিয়েছে। তাঁর টুইটের ভাষা শুধু যে শালীনতার সীমা ছাড়িয়ে গিয়েছে তা নয়, বরং ধর্মীয় ভেদাভেদ তৈরি করে অশান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে। এদিন সেই মন্তব্যের প্রতিবাদে তথাগত রায়ের বাড়ি ঘেরাও করেন মতুয়ারা।

মতুয়াদের দাবি, আমরা নিঃশর্ত নাগরিকত্ব চেয়েছিলাম। এই নাগরিকত্ব আমরা চাইনি। আমাদের কাছে ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, আধার কার্ড সব আছে। আমরা এদেশের নাগরিক। আমাদের ভোটেই শান্তনু ঠাকুর জিতে কেন্দ্রের মন্ত্রী হয়েছেন। তা হলে আমাদের কেন নাগরিকত্বের জন্য নতুন করে আবেদন করতে হবে? কেন বাংলাদেশের তথ্য দিতে হবে? মতুয়াদের বিভ্রান্ত করা হচ্ছে। আমরা কেন্দ্রীয় সরকারের এই সিএএ মানি না। আমরা নিঃস্বার্থ নাগরিকত্ব চাই। বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তাঁরা।

 

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version