লোকসভা ভোটের (Loksabha Election)দিন ঘোষণা হতেই মাঠে নেমে পড়েছে সব রাজনৈতিক দল। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC) এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের আসন গুলির জন্য নির্বাচনী কমিটি (Election Committee) গড়ে ফেলল। সূত্রের খবর ৪২ টি লোকসভা কেন্দ্রের মধ্যে ৩০ টি কেন্দ্রের জন্য এই কমিটি গঠন করা হয়েছে।
এপ্রিলের মাঝামাঝি থেকে শুরু হয়ে যাচ্ছে দিল্লির মসনদ দখলের লড়াই। এর মধ্যেই জোরকদমে প্রচার করছে সব রাজনৈতিক দল। জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী তৃণমূল, কিন্তু বিজেপির প্রতিহিংসাপরায়ণ রাজনীতির মোকাবেলা করতে সতর্ক ঘাসফুল শিবির। দলীয় সূত্রে খবর রাজ্যের বেশ কয়েকটি আসনে মুখোমুখি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে৷ বিশেষ করে উত্তরে আসনগুলিতে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ৷ সেই কথা মাথায় রেখে আগে থেকেই প্ল্যানিং করছে তৃণমূল৷ লোকসভা নির্বাচনের যে কমিটি গঠন করা হয়েছে তাতে গড়ে ১৫ জন করে আছেন৷ কমিটিতে একজন করে চেয়ারম্যান, কো-চেয়ারম্যান ও এক্সিকিউটিভ মেম্বার রয়েছেন৷ এ ছাড়া বিধায়ক, সাংগঠনিক পদাধিকারীদেরও রাখা হয়েছে। প্রচার কাজ থেকে শুরু করে ভোট পরিচালনার যাবতীয় দায়িত্ব পালন করবেন এই কমিটির মেম্বাররা।