রেকর্ড উষ্ণায়নের আশঙ্কায় বিশ্ব! চিন্তায় গবেষকরা

যত সময় যাচ্ছে ততই পৃথিবীর উষ্ণতা বাড়ছে। প্রত্যেক বছর যেভাবে গরম বাড়ছে তাতে ক্রমশ গ্লোবাল ওয়ারমিং-এর প্রভাব হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে। এবার বিশ্বের উষ্ণতা বৃদ্ধিতে চরম বিপদের সঙ্কেত দিল রাষ্ট্রপুঞ্জের আবহাওয়া সংক্রান্ত একটি রিপোর্ট। যেখানে ২০১৪ থেকে ২০২৩-এর সময়সীমাকে সবচেয়ে উষ্ণ দশক হিসেবে চিহ্নিত করা হয়েছে। ২০১৫ সালে প্যারিসে জলবায়ু সম্মেলনে যেসব দেশ একত্রিত হয়েছিল সেখানে তাপমাত্রা বৃদ্ধির বিপদের যে মাত্রা স্থির হয়, এটি তাকে প্রায় ছুঁয়ে ফেলেছে। এই পরিস্থিতিকে দুনিয়ার জন্য ‘রেড অ্যালার্ট’ হিসেবে চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা। ভূপৃষ্ঠের তাপমাত্রা গত বছরে গড়ে প্রায় ১.৪৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাওয়া নিয়ে চিন্তা কমছে না।

গত ২০২৩ সালে তাপমাত্রার ব্যাপক পরিবর্তন চোখে পড়ে। রেকর্ড হারে হিমবাহ গলে যাওয়ার কারণে গরম চরমে পৌঁছে যায়। উষ্ণায়নের এই ধাক্কায় গত বছরটিতে সমুদ্রের জলের উচ্চতার সর্বোচ্চ বৃদ্ধি হয়েছে। রিপোর্টে বলা হয়েছে ২০২৩-এর গোটা বছরটির কোনও না কোনও সময়ে সমুদ্রগুলির ৯০ শতাংশ এলাকায় গরম হাওয়া বয়ে গিয়েছে। সাগরের জল গরম হয়ে সেখানকার বাস্তুতন্ত্রে বিরাট ক্ষতিকর প্রভাব ফেলছে। এর ফলে মানুষের বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা কিংবা খাদ্য সঙ্কটের সম্ভাবনা এতটাই বেড়েছে যে গোটা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে গবেষণারত পরিবেশবিদরা।

Previous articleপ্রতিবেশীর ২ নাবালক সন্তানকে খুন করে চম্পট! অভিযুক্তকে খুঁজে ‘এনকাউন্টার’ যোগী পুলিশের
Next articleকেন রমজান মাসে ঘোষণা? CAA ইস্যুতে খারাপ হচ্ছে আমেরিকার সঙ্গে সম্পর্ক