Sunday, May 4, 2025

নির্বাচনের আগে নতুন প্রকল্প ঘোষণা করে ভোট হাসিলে মাঠে নেমেছেন নরেন্দ্র মোদি। সেই পরিস্থিতিতে তাঁর উদ্বোধন করা প্রকল্পগুলি যে আদতে বিজেপি জমানার আগের পরিকল্পনার রূপায়ন, তাও প্রমাণিত হয়েছে একাধিক ক্ষেত্রে। তবে নিঃশব্দে যে সব প্রকল্প আদৌ প্রতিশ্রুতির ধারে কাছেও যে পৌঁছাতে পারেনি তা বুধবার তথ্য দিয়ে প্রমাণ করল তৃণমূল। সাংবাদিক সম্মেলনে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা ও আইএনটিটিইউসি রাজ্য় সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সরকারি নথি হাতে নিয়ে বিভিন্ন প্রকল্পে মোদির প্রতিশ্রুতি বা গ্যারান্টি (guarantee) যে কতটা নিস্ফলা তা পেশ করলেন।

রাজ্যের মন্ত্রী শশী পাঁজা এদিন বলেন, ঘটা করে স্মার্ট সিটি (Smart City) ঘোষণা করেছিল মোদি সরকার। কিন্তু সেই স্মার্ট সিটির উন্নয়ন এখন স্তব্ধ। ২০১৫ সালে থেকে ২০২১ সালের মধ্যে প্রথম রাউন্ডে ২টি স্মার্ট সিটিতে ৪ বছরের জন্য, ১৩টিতে ৩ বছরের জন্য, ১২টিতে ২ বছরের জন্য এবং ৫টি শহরে ১ বছরের জন্য কোনও বরাদ্দ হয়নি। স্মার্ট সিটি মিশনের আর একটি ফ্লপ গ্যারান্টি। নমামি গঙ্গে (Namami Gange) প্রকল্পে দূষণ কমা তো দূরের কথা, তা আরও বেড়ে গিয়েছে। প্রধানমন্ত্রী নির্বাচনী এলাকা বারাণসী কেন্দ্রেই গঙ্গায় দূষণ সবথেকে বেশি। তার প্রধান কারণ মাইক্রো প্লাস্টিক। কোভিডে মৃতদেহ এই গঙ্গা দিয়েই বয়ে গিয়েছে। ফলে সম্পূর্ণ ফেল মোদিজি। সাগরমালা (Sagar Mala) প্রকল্পে ৪৪টির মধ্যে ৩১টিতেই কোনও টাকা দেওয়া হয়নি। মাত্র ৯টি প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে। সবথেকে বড় ধ্বংসাত্মক পদক্ষেপ হল নোটবন্দি। অর্থনৈতিক সন্ত্রাস। উদ্ধার হয়নি কালোটাকা, থামেনি জঙ্গি কার্যকলাপ। ট আরবিআই বলছে, ২০১৬ সালে বাজারে ছিল ১৬.৬ কোটি। ২০২৩-এ বাজারে রয়েছে। ৩৩.৪ কোটি। প্রতি ক্ষেত্রেই ডাহা ফেল মোদির জিরো গ্যারান্টি।

তৃণমূলের সাংবাদিক সম্মেলন থেকে পাশাপাশি আক্রমণ চালানো হয় বিজেপির লোকসভা ভোটের প্রার্থী তালিকা নিয়েও। বুধবারই ১৮তম লোকসভা নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়া শুরু হয়েছে। ১৯ এপ্রিল রাজ্যে প্রথম দফা নির্বাচনে ভোট হবে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি কেন্দ্রে। অথচ এখানেও এখনও প্রার্থী দিতে পারেনি বিজেপি। মোদির দলের দ্বিতীয় প্রার্থী তালিকা কোথায়, প্রশ্ন তোলেন শশী পাঁজা।

Related articles

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...
Exit mobile version