বেজে গিয়েছে ২০২৪ আইপিএল-এর দামামা। আগামিকাল থেকে শুরু ২০২৪ আইপিএল। এরই প্রস্তুতিতে ব্যস্ত ১০ দল। আর এরই মধ্যে চমক দিল আইপিএল-এর এক বিজ্ঞাপন। যেই বিজ্ঞাপনে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের রোহিত শর্মা, লখনৌ সুপার জায়ান্টোসের কেএল রাহুল এবং বলিউড তারকা সুনীল শেট্টি। সম্প্রতি এমনই একটি বিজ্ঞাপন ভাইরাল হয়েছে, যেখানে নিজের জামাই কেএল রাহুলকে শত্রু বলে দেগে দিয়েছেন সুনীল শেট্টি।ঘরের ছেলে হলেন রোহিত শর্মা। বলিউড অভিনেতা জানিয়েছেন, আইপিএল শেষ হলে তবেই জামাইকে আপন করবেন। আইপিএলের সঙ্গে যুক্ত রয়েছে একটি বেটিং সংস্থা। তারাই এই বিজ্ঞাপন বানিয়েছে।

বিজ্ঞাপনে দেখা যাচ্ছে, হোটেলে একটি টেবিলে বসে খাওয়াদাওয়া করছেন রোহিত শর্মা এবং সুনীল শেট্টি। সেই সময় লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক রাহুল সেখানে আসেন। তিনি সুনীলের মেয়ে আথিয়া শেট্টির স্বামী। রাহুল এসে বাকি দু’জনের সঙ্গে একই টেবিলে বসতে চান। কিন্তু বাধা দেন রোহিত। তিনি জানান, এটি পারিবারিক নৈশভোজ। এখানে বাইরের কেউ যোগ দিতে পারবেন না। হতাশ রাহুল তখন তাকান শ্বশুরমশাই সুনীলের দিকে। সুনীলও তাঁকে বলেন, যতদিন না আইপিএল শেষ হচ্ছে তত দিন ‘শর্মাজির ছেলে’ই তাঁর ছেলে। এই বিজ্ঞাপন আবার পোস্ট করেন রোহিত। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লিখেছেন, “পারিবারিক সময় আপাতত শেষ রাহুল। এখন শত্রুতা শুরু হয়ে গিয়েছে। সুনীল শেট্টি এখন আমাদের।” অর্থাৎ, বলিউড অভিনেতা যে মুম্বইয়েরই সমর্থক, সেটাই বোঝাতে চেয়েছেন রোহিত। আর এই ভিডিও প্রকাশ হতেই ভাইরাল । বেস উপভোগ করছেন ক্রীড়াপ্রেমীরা।
View this post on Instagram
আরও পড়ুন- আইপিএল শুরুর আগে ঘোষণা শামির পরিবর্ত, গুজরাতে যোগ দিলেন এই প্রাক্তন কেকেআর ক্রিকেটার
