Saturday, January 31, 2026

আজ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে নামছে ভারতীয় দল , প্রতিপক্ষ আফগানিস্তান

Date:

Share post:

আজ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে নামছে ভারতীয় দল। প্রতিপক্ষ আফগানিস্তান। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে কখনও পৌঁছয়নি ভারত। গ্রুপ ‘এ’-তে ইগর স্টিম্যাচের দল রয়েছে তিন নম্বরে। স্বপ্নপূরণের লক্ষ্যে আজ বৃহস্পতিবার গভীর রাতে নতুন মিশনে নামছে ভারত। সুনীল ছেত্রীদের সামনে আফগানিস্তান। যাদের বিরুদ্ধে গত এক দশকে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে ভারত। এই লড়াইয়ের আগে চিন্তায় রয়েছেন স্টিমাচ। কারণ, প্র্যাকটিসে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন সাহাল আব্দুল সামাদ। সূত্রের খবর, প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে ভারতীয় তারকা। সাহালের চোটের খবরে ক্ষুব্ধ মোহনবাগান। জাতীয় দলে গিয়ে কেন আশিক কুরুনিয়ন, সাহালরা চোটের কবলে পড়েন, তা নিয়ে প্রশ্ন তুলছে সবুজ-মেরুন ম্যানেজমেন্ট।

আফগানদের বিরুদ্ধে তাঁকে খেলানোর ঝুঁকি হয়তো নেবেন না ক্রোয়েশীয় কোচ। আফগানিস্তান তুলনামূলকভাবে কমজোরি দল (কাতার ও কুয়েতের বিরুদ্ধে মোট ১২ গোল হজম) হলেও তাদের হেড কোচ অ্যাশলে ওয়েস্টউড আবার ভারতীয় ফুটবলের চেনা মুখ। বেঙ্গালুরু এফসি, এটিকে, পঞ্জাবে কোচিং করানো ব্রিটিশ কোচ বড় বাধা হতে পারেন সুনীল-গুরপ্রীতদের সামনে।

এশিয়ান কাপে হতাশাজনক পারফরম্যান্সের পর নতুন লড়াই। তার উপর প্রতিকূল পরিবেশে খেলতে হচ্ছে। আভার উচ্চতা এবং তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে পাঁচ দিন আগে এসেছে ভারতীয় দল। কিন্তু সুনীলকে ভাবাচ্ছেন তাঁর প্রাক্তন কোচ। ওয়েস্টউডের প্রশিক্ষণে বেঙ্গালুরুতে অনেক সাফল্য পেয়েছেন সুনীল। এই ভারতীয় দলের প্রায় সকলেই চেনেন ব্রিটিশ কোচ।

এই নিয়ে সুনীল বলছিলেন, ‘‘ওয়েস্টউড কতটা ভাল কোচ সেটা আমরা জানি। ওর কোচিংয়ে একটা দল হিসেবেই খেলবে আফগানিস্তান। ওয়েস্টউডের কাজের ধরন জানি। ওরা আগ্রাসী ফুটবলই খেলবে। তবে আমরা নিজেদের নিয়েই বেশি ভাবছি। সৌদি আরবের এক প্রান্তে রয়েছি আমরা। এশিয়ান কাপে যা হয়েছে সেটা ভুলে ঘুরে দাঁড়াতে হবে। কাজটা সহজ নয়। কিন্তু আমাদের করে দেখাতে হবে।”

স্টিমাচের মুখেও সেই ওয়েস্টউড। সুনীলদের কোচ বলছেন, ‘‘অ্যাশলে আমাদের অধিকাংশ ছেলেকেই ভাল চেনে। এই ম্যাচের জন্য এশিয়ান কাপের পর থেকেই তৈরি হচ্ছে ওরা। আভায় এসে ওরা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে, শিবির করেছে। শুরুর ম্যাচগুলোর থেকে আফগানিস্তান এখন অনেক ভাল দল। কিন্তু আমাদের তিন পয়েন্ট পেতে হবে।’’ আফগান ডিফেন্ডার হারুন আমিরিও বিভিন্ন ভারতীয় ক্লাবে খেলেছেন। রক্ষণে তিনিও হতে পারেন সুনীলদের কাঁটা। ভারতীয় সময় রাত সাড়ে ১২টা থেকে ম্যাচ সরাসরি দেখা যাবে ডিডি স্পোর্টসে।

আরও পড়ুন- হঠাৎ তিন পয়েন্ট মুম্বইকে, ফেডারেশনের সিদ্ধান্তে চাপে মোহনবাগান

 

spot_img

Related articles

নন্দনে শুরু চতুর্থ আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব, আকর্ষণে মেসি–মারাদোনা

কলকাতার নন্দনে (Nandan) আগামী ৪ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে চতুর্থ আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব...

বাংলাকে ১০ লক্ষ কোটি দেওয়ার দাবি শাহর! শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের

ভোট এলেই বাংলার পরিযায়ী বিজেপির রাজনীতিকরা বাংলার বিভিন্ন প্রান্তে এসে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। স্বরাষ্ট্র মন্ত্রী...

বিশ্বকাপের দল ঘোষণা অস্ট্রেলিয়ার: চোট পেয়ে আউট কামিন্স, ব্রাত্য স্মিথও!

অ্যাশেজের সেই পুরনো পিঠের চোটই শেষ পর্যন্ত কাল হলো। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ (T-20 World cup) থেকে ছিটকে গেলেন...

মাধ্যমিক পরীক্ষা বানচালের চেষ্টা! SIR-এ স্কুল শিক্ষকদের চাপে তোপ ব্রাত্যর

রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় এখনও পর্যন্ত যে ১৪০ জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে বিএলও মৃত্যুর সংখ্য়াটাও কম নয়। কারো...