Friday, November 14, 2025

রাজ্যে প্রথম দফার নির্বাচনে তিন অভিজ্ঞ আইপিএস অফিসারকে অবজার্ভার করে পাঠাচ্ছে কমিশন

Date:

ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে।এই আবহে রাজ্যে প্রথম দফার নির্বাচনে তিন অভিজ্ঞ আইপিএস অফিসারকে অবজার্ভার করে পাঠাচ্ছে নির্বাচন কমিশন।জানা গিয়েছে, যাদের পাঠানো হচ্ছে তাঁরা ডিজি ও আইজি পদমর্যাদার পুলিশ কর্তা। কমিশন জানিয়েছে, কোচবিহার জেলায় পুলিশ অবজার্ভার করে পাঠানো হবে অন্ধ্রপ্রদেশ ক্যাডারের সিনিয়র আইপিএস অফিসার কুমার বিশ্বজিৎকে।রাষ্ট্রপতির পুলিশ মেডেল পাওয়া এই অফিসার অন্ধ্রে ডিজি পদ মর্যাদায় রয়েছেন। আলিপুরদুয়ারে পুলিশ অবজার্ভার হয়ে আসছেন সিনিয়র আইপিএস অফিসার পুনিত রাস্তোগিকে। তিনি এখন বিএসএফে ইন্সপেক্টর জেনারেল পদে রয়েছেন। আর জলপাইগুড়ি জেলায় পুলিশ অবজার্ভার করে পাঠানো হচ্ছে হরিয়ানা ক্যাডারের আইপিএস অফিসার চাক্কিরালা সম্ভাশিব রাওকে।

লোকসভা ভোটে প্রথম দফায় যে তিন আসনে ভোট গ্রহণ হবে তার মধ্যে সবচেয়ে স্পর্শকাতর হল কোচবিহার। গত লোকসভা ভোটে কোচবিহারে বড় অশান্তির ঘটনা ঘটেছিল। তা ছাড়া পঞ্চায়েত ভোটেও হিংসার ঘটনা ঘটেছিল। কমিশন সূত্রে জানানো হয়েছে, গত ভোটের কথা মাথায় রেখে এবার কোচবিহারে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হবে। তিন পুলিশ অবজার্ভারের সঙ্গে তিনজন জেনারেল অবজার্ভারও এই তিন আসনের জন্য পাঠাবে নির্বাচন কমিশন। কোচবিহারের দায়িত্ব পাচ্ছেন রাজস্থানের শুল্ক দফতরের সিনিয়র আইএএস অফিসার রবি কুমার সুরপুর। আলিপুরদুয়ারের দায়িত্ব পাচ্ছেন কর্নাটক ক্যাডারের অফিসার পাতিল শিবনাগর এবং জলপাইগুড়ির দায়িত্ব পাচ্ছেন ওড়িশা ক্যাডারের আইএএস অফিসার সুধাংশু মোহন শ্যামল। সবমিলিয়ে অবজার্ভার নিয়ে বিশেষ সতর্ক প্রশাসন।

 

 

Related articles

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...

রায় দেখে পদক্ষেপ: মুকুল-প্রসঙ্গে মন্তব্য স্পিকারের, কাগজে-কলমে বিজেপির বিধায়ক কমেছে- বললেন কুণাল

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের রায়কে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চর্চা। বুধবার কলকাতা হাইকোর্টের রায়ের পর রাজ্য বিধানসভার...

পার্থর গোপন ভয়েস ক্লিপ আছে! কার সঙ্গে? বিস্ফোরক তথ্য দিলেন বৈশাখী

জয়িতা মৌলিক "শোভন-বৈশাখী হতে গেলে অনেক আগুনের মধ্যে দিয়ে যেতে হবে। ওটা ওতো সহজ নয়। শোভন নিজের বান্ধবীর দিকে...
Exit mobile version