Sunday, November 16, 2025

রাজ্যে প্রথম দফার নির্বাচনে তিন অভিজ্ঞ আইপিএস অফিসারকে অবজার্ভার করে পাঠাচ্ছে কমিশন

Date:

ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে।এই আবহে রাজ্যে প্রথম দফার নির্বাচনে তিন অভিজ্ঞ আইপিএস অফিসারকে অবজার্ভার করে পাঠাচ্ছে নির্বাচন কমিশন।জানা গিয়েছে, যাদের পাঠানো হচ্ছে তাঁরা ডিজি ও আইজি পদমর্যাদার পুলিশ কর্তা। কমিশন জানিয়েছে, কোচবিহার জেলায় পুলিশ অবজার্ভার করে পাঠানো হবে অন্ধ্রপ্রদেশ ক্যাডারের সিনিয়র আইপিএস অফিসার কুমার বিশ্বজিৎকে।রাষ্ট্রপতির পুলিশ মেডেল পাওয়া এই অফিসার অন্ধ্রে ডিজি পদ মর্যাদায় রয়েছেন। আলিপুরদুয়ারে পুলিশ অবজার্ভার হয়ে আসছেন সিনিয়র আইপিএস অফিসার পুনিত রাস্তোগিকে। তিনি এখন বিএসএফে ইন্সপেক্টর জেনারেল পদে রয়েছেন। আর জলপাইগুড়ি জেলায় পুলিশ অবজার্ভার করে পাঠানো হচ্ছে হরিয়ানা ক্যাডারের আইপিএস অফিসার চাক্কিরালা সম্ভাশিব রাওকে।

লোকসভা ভোটে প্রথম দফায় যে তিন আসনে ভোট গ্রহণ হবে তার মধ্যে সবচেয়ে স্পর্শকাতর হল কোচবিহার। গত লোকসভা ভোটে কোচবিহারে বড় অশান্তির ঘটনা ঘটেছিল। তা ছাড়া পঞ্চায়েত ভোটেও হিংসার ঘটনা ঘটেছিল। কমিশন সূত্রে জানানো হয়েছে, গত ভোটের কথা মাথায় রেখে এবার কোচবিহারে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হবে। তিন পুলিশ অবজার্ভারের সঙ্গে তিনজন জেনারেল অবজার্ভারও এই তিন আসনের জন্য পাঠাবে নির্বাচন কমিশন। কোচবিহারের দায়িত্ব পাচ্ছেন রাজস্থানের শুল্ক দফতরের সিনিয়র আইএএস অফিসার রবি কুমার সুরপুর। আলিপুরদুয়ারের দায়িত্ব পাচ্ছেন কর্নাটক ক্যাডারের অফিসার পাতিল শিবনাগর এবং জলপাইগুড়ির দায়িত্ব পাচ্ছেন ওড়িশা ক্যাডারের আইএএস অফিসার সুধাংশু মোহন শ্যামল। সবমিলিয়ে অবজার্ভার নিয়ে বিশেষ সতর্ক প্রশাসন।

 

 

Related articles

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...

শহর-কেন্দ্রে এমুনারেশন ফর্ম বিতরণে বিপত্তি! ‘নিখোঁজ’ ৩০ শতাংশ ভোটার 

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচিতে মোট ভোটারদের প্রায় ৯৯.৬ শতাংশকে এমুনারেশন ফর্ম বিতরণ করা গেলেও শহরাঞ্চলের বেশ কয়েকটি...
Exit mobile version