Thursday, August 28, 2025

আপাতত স্থগিত হয়ে গেল আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের পার্সোনালিটি টেস্ট

Date:

আপাতত স্থগিত হয়ে গেল আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের পার্সোনালিটি টেস্ট। ২ এপ্রিল এই টেস্ট হওয়ার কথা ছিল। কিন্তু স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, ওই দিন টেস্ট হচ্ছে না। কবে হবে তাও কিছু জানায়নি কমিশন। বিজ্ঞপ্তি দিয়ে এ খবর জানিয়েছে কমিশন।লোকসভা ভোট ঘোষণা হওয়ায় আদর্শ আচারণবিধি জারি হয়েছে দেশ জুড়ে। এই অবস্থায় আপার প্রাইমারিতে টেস্ট নেওয়া যাবে কিনা নিয়ে ধোঁয়াশায় স্কুল সার্ভিস কমিশন। সে কারণেই স্থগিত করে দেওয়া হয়েছে টেস্ট।

আপার প্রাইমারিতে (কর্মশিক্ষা ও শরীরশিক্ষা ছাড়া) ২০১৬-র প্যারা টিচারদের সংরক্ষিত ১০ শতাংশ আসনের পার্সোনালিটি টেস্ট বাতিল করা হয়েছে। নোটিশ দিয়ে এ খবর জানিয়েছে, স্কুল সার্ভিস কমিশন। এই পরীক্ষা কবে হবে তা পরে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে বলে কমিশন জানিয়েছে।

পার্শ্ব-শিক্ষকদের জন্য সংরক্ষিত আসনে যে যে প্রার্থী সফল হয়েছেন, তাঁদের জন্য পার্সোনালিটি টেস্ট নেওয়ার কথা ছিল স্কুল সার্ভিস কমিশনের। সেইমতো আগে বিজ্ঞপ্তি দেওয়াও হয়েছিল। এর জন্য ২৭ মার্চ থেকে প্রার্থীরা স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন বলেও জানানো হয়। কিন্তু, আপাতত সেই পার্সোনালিটি টেস্ট বাতিল করা হয়েছে। ভোটের কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে কমিশন।

ধোঁয়াশা কাটাতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। কমিশনের কাছ থেকে যদি সদর্থক জবাব আসে তবে টেস্ট নেওয়া হবে। এগোবে নিয়োগ প্রক্রিয়া। না হলে ভোট শেষ না হওয়া অবধি অপেক্ষায় থাকতে হবে চাকরি প্রার্থীদের।

 

Related articles

পদপিষ্ট হওয়ার প্রায় ৮৪ দিন পর নীরবরতা ভাঙল RCB

আরসিবির(RCB) বিজয়োল্লাসের সেই মর্মান্তিক ঘটনা ঘটার পর প্রায় ৮৪ দিন পর  নীরবতা ভাঙল রয়্যাল চ্যালেঞ্জারেস বেঙ্গালুরু। সেই ঘটনার...

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...
Exit mobile version