Wednesday, December 17, 2025

উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে বেলেঘাটা বিধানসভার কর্মিসভায় তৃণমূলের নিশানায় বিজেপি

Date:

Share post:

উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে বেলেঘাটা বিধানসভার কর্মিসভায় তৃণমূলের নিশানায় বিজেপি। ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, পরেশ পাল, কুণাল ঘোষ, জীবন সাহা, অয়ন চক্রবর্তী, ইকবাল আমেদ, চিনু বিশ্বাস, আশুতোষ দাস, অলোকানন্দা দাস, শচীন সিং, পাপিয়া ঘোষসহ কাউন্সিলররা। ছিল শ্রেয়া পান্ডেও।

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, তৃণমূল কংগ্রেস পরিবার মানুষের সঙ্গে থাকে। ১০০ দিনের কাজের টাকা দেয় না মোদি সরকার।‌লাগাতার আন্দোলন তবু টাকা দেয় না। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কোষাগার থেকে দিয়ে দিলেন। বাংলার রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে নিয়ে লড়াই করছেন। এদিন কুণাল আহবান জানান, এমনভাবে ভোট করুন যাতে পরের সরকারের নিয়ন্ত্রণের ক্ষমতা থাকে তৃণমূল কংগ্রেসের হাতে। তিনি স্মরণ করিয়ে দেন, গত চার বছরে ৪ লক্ষ ৬৪ হাজার কোটি টাকা ট্যাক্স বাবদ নিয়ে গেছে দিল্লি। অথচ আমাদের বকেয়া দেড় লক্ষ কোটি টাকা দেওয়ার নাম নেই।
কুণালের কটাক্ষ, বাংলার ভোটার তালিকাটা বদলাবে কী করে? বাংলার মানুষ তো ভোট দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। এখনও বিজেপি প্রার্থী ঠিক করে উঠতে পারেনি। আসলে প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছে না। কংগ্রেস-সিপিএমকে একটা ভোট দেওয়া মানে বিজেপিকে দেওয়া। রাজ্য কংগ্রেস বিজেপির দালাল।মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোট চেয়েছিলেন। সেটা আছে, কিন্তু বাংলার অধীর কংগ্রেস বিজেপির সঙ্গে জোট বেঁধে সব ভেস্তে দিতে চাইছে। বেলেঘাটা পারবে বেলেঘাটার রেকর্ড ভাঙতে। বাড়ি বাড়ি যাওয়ার পরামর্শ দেন। যারা তৃণমূলকে ভোট দেননি তাদেরকে গিয়ে বোঝানোর কথা বলেন। কোথায় সমস্যা আছে জানার চেষ্টা করতে হবে। বাড়ি বাড়ি গিয়ে ভোট বাড়ানোর কথা বলেন কুণাল।

সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা বিলগ্নীকরণের বিপক্ষে নই। কিন্তু লাভজনক সংস্থাকে বেসরকারি হাতে দেওয়াকে আমরা মানি না , আর বিজেপি সেটাই করছে। এরা লাভজনক শিল্প সংস্থা আদানি আম্বানিদের দিয়ে দিচ্ছে। রেলটাকে পুরোপুরি বেসরকারিকরণ করার চেষ্টা করছে। এদের দৌলতে কৃষকরাও বিপদের সম্মুখে।
তিনি আরও বলেন, রাজ্যের বকেয়া আদায়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। ১০০ দিনের কাজের টাকা দ্রুত ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। প্রধানমন্ত্রী আশ্বাসও দেন, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। বিজেপি-কংগ্রেস যে ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তা রুচিহীন। বেলেঘাটার মানুষ ভোলেনি সিপিএমের অত্যাচার। এর জবাব ব্যালট বাক্সে দিতে হবে।

 

spot_img

Related articles

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...

যোগী রাজ্যে বাতিল ম্যাচ, সমালোচনার মুখে বিসিসিআই

প্রতিকূল আবহাওয়ার কারণে লখনউতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (India and South Africa )চতুর্থ টি২০ ম্যাচ ভেস্তে গেল।  গোটা...

বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন রুটে হবে কলকাতা ম্যারাথন? জানুন বিস্তারিত

আগামী ২১ ডিসেম্বর টাটা স্টীল কলকাতা ম্যারাথন(25K Kolkata)। তার  আগে বুধবার একটি সাংবাদিক সম্মেলনে ম্যারাথনের রুট ঘোষণা হল। ...

জিটিএ শিক্ষক নিয়োগ বাতিলের রায় ঘিরে পাহাড়ে স্কুল ধর্মঘটের ডাক

কলকাতা হাইকোর্টের রায়কে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল দার্জিলিং পাহাড়ের শিক্ষা পরিস্থিতি। জিটিএ অঞ্চলে ৩১৩ জন শিক্ষক...